latest Bengali news
আরও পড়ুন ঃ–ছাদে খেলতে গিয়ে ১১ হাজার ভোল্টের তারে হাত লেগে গুরুতর জখম শালবনীর বালিকা
পত্রিকা প্রতিনিধি: দাঁতন (Dantan) ব্লকের একমালিপুর (Ekmalipur) গ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের (Mid-day-Meal) চাল চুরির অভিযোগ উঠল। অভিযোগে জানা যায় নাগপাড়া (nagpara) শিশু শিক্ষাকেন্দ্রের মিলের চাল স্কুলে না রেখে তার বাড়িতে নিয়ে চলে যান প্রধান শিক্ষক দৈবকি নন্দন পাল (Debaki nandan pal)। ওই খবর জানতে পেরে গ্রামবাসীরা প্রধান শিক্ষকের বাড়ির কাছে গিয়ে চাল চুরির অভিযোগে বিক্ষোভ দেখান। পরে পঞ্চায়েত সদস্য উপস্থিত হলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাঁতন (Danatan) থানার পুলিশ। পুলিশ ওই প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
চাপের মুখে প্রধান শিক্ষক বলেন স্কুলের চাল বাড়িতে নিয়ে গিয়ে রাখা ভুল হয়েছে ।দাঁতন (Dantan) ব্লকের জয়েন্ট বিডিও (joint BDO) তারক অধিকারী (Tarak Adhikary) জানান তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে। অভিভাবকরা জানিয়েছেন শনিবার ওই শিশু শিক্ষাকেন্দ্রের জন্য মিড ডে মিলের সামগ্রী আসে। কিন্তু সেই সব সামগ্রী স্কুলে পৌঁছানোর আগেই প্রধান শিক্ষক নিজের বাড়িতে নামিয়ে নেন। ওই খবর পাওয়ার পরই রবিবার সকালে প্রধান শিক্ষককে বাড়িতে একত্রিত হয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসী । নিজের দোষ স্বীকার করে সাফাইয়ের সুরে প্রধান শিক্ষক বলেন শনিবার বৃষ্টি হওয়ার কারণে ট্রাক্টর থেকে সামগ্রী নামিয়ে বাড়িতে রেখেছি। গাড়িটা স্কুল পর্যন্ত যেতে পারবে না বলে আমার বাড়িতে জিনিসপত্র আনলোড করেছি । চাল আমার বাড়িতেই স্টক করা আছে । কিন্তু যে সামগ্রী স্কুলে মজুত করা তা স্কুল থেকেই বিলি করার কথা । মিড ডে মিলের চাল প্রধান শিক্ষকের বাড়িতে কেন থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
latest Bengali news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore