Jail
আরও পড়ুন ঃ–জলের তোড়ে পশ্চিম মেদিনীপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তৃণমূলের কার্য্যালয়
পত্রিকা প্রতিনিধি: টানা বর্ষণের ফলে জেলার একাধিক ব্লক (BlocK) জলমগ্ন। জলের তলায় এখনও অনেক বাড়িঘর। এমনকি ডুবে গিয়েছে ঘাটাল উপ সংশোধনাগারও। তার জেরে রবিবার সকালে ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হলেন ঘাটালবাসী (Inhabitant Of Ghatal)। দেখা গিয়েছে প্রকাশ্যে হাঁটুজল পেরিয়ে হেঁটে চলেছেন একে একে ৬১ জন আসামি। এঁদের কেউ খুনের মামলায় কেউ বা ডাকাতির ঘটনায় গ্রেফতারের পর আদালতের নির্দেশে উপ-সংশোধনাগারে (Ghatal Subsidiary Correctional Home) রয়েছেন। আবার কেউ বধু নির্যাতনের অভিযুক্ত, কারও মাথায় ঝুলছে ব্যাঙ্কের কোটি কোটি টাকা তছরুপের খাঁড়া। তাদের প্রত্যেকের সামনে-পিছনে বন্দুকধারী পুলিশ (Armed Police) আর এনডিআরএফ (NDRF) জওয়ান হেঁটে চলেছেন।জেল থেকে প্রায় পাঁচশো ফুট প্রকাশ্যে হাঁটিয়ে পুলিশের গাড়িতে তোলা হয় আসামীদের। আসলে জলমগ্ন সংশোধনাগার থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় অন্যত্র।
এই নিয়ে ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) অগ্নিশ্বর চৌধুরি (Agniswar Choudhury) জানান, ওই ৬১ জন আসামীকে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে (Midnapore Central Jail) পাঠানো হয়েছে। কারণ ঘাটাল মহকুমা শাসকের অফিসের গার্ডওয়াল ভেঙে শিলাবতি নদীর জল ঢুকে পড়েছে সংশোধনাগারে। প্রায় কোমর সমান জল। তাই তাঁদের নিরাপত্তার কথা ভেবে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নিয়ে আসা হবে ঘাটাল উপ সংশোধনাগারে (Ghatal Subsidiary Correctional Home) ।এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী বলেন, ”প্রকাশ্যে কোমর সমান জল পেরিয়ে হেঁটে গেলেও কোনও আসামি পালানোর চেষ্টা করেনি। নিরাপদেই মেদিনীপুরে নিয়ে যাওয়া হয়েছে তাদের।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Jail
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore