Home » রামলালের ‘রোড শো’ ঘিরে ব্যাপক যানজট গড়বেতার জাতীয় সড়কে

রামলালের ‘রোড শো’ ঘিরে ব্যাপক যানজট গড়বেতার জাতীয় সড়কে

by Biplabi Sabyasachi
0 comments

Road show

আরও পড়ুন ঃপশ্চিম মেদিনীপুরের সবংয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার, গুরুতর আহত ২

অরুপ নন্দী : বেশ কয়েকদিন হল ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) প্রবেশ করেছে একটি রেসিডেন্সিয়াল (Residential) হাতি। জেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে সে। দিনের বেলায় গ্রামীণ (Rural), রাজ্য অথবা জাতীয় সড়ক ধরে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাকে। কখনো শালবনীর (Salboni), পিড়াকাটা (Pirakata) এলাকায় তো কখনো গোয়ালতোড় (Goaltore) আবার কখনো চলে যাচ্ছে গড়বেতায় (Garhbeta)। দিনের বেলায় রাজ্য অথবা জাতীয় সড়কের উপর কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে চলেছে আপন মর্জিতে। স্থানীয়রা ভালোবেসে তার নাম দিয়েছে রামলাল (Ramlal)। ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) জঙ্গলমহলবাসীর কাছে এই নামটি সুপরিচিত হয়ে গিয়েছে। নিজের মর্জিতে হেলিয়া দুলিয়া গ্রামীণ বা জাতীয় সড়কে খাবারের খোঁজ চলে রামলালের। কখনো আবার গ্রামের ভেতরে দিনের আলোয় তাকে দেখা গিয়েছে গৃহস্থের বাড়িতে শুঁড় বাড়িয়ে খাবারের সন্ধান করতে। শান্ত রামলালের লেজ ধরে টানতেও দেখা গিয়েছে দুটি ভাইরাল ভিডিওতে। তার তদন্তও শুরু করেছে বন দফতর।

নিজস্ব চিত্র

কখনো গ্রামের ভেতরে তো কখনো রাজ্য বা জাতীয় সড়ক দিয়ে হাঁটতে হাঁটতে রবিবার পৌঁছে গিয়েছে গড়বেতা এলাকায়। গড়বেতার আমলাগোড়া (Amlagora Range) রেঞ্জের জাতীয় সড়কের উপর সে অবস্থান করে দীর্ঘক্ষণ। যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিগুলিতে (Lorry) শুঁড় বাড়িয়ে খাবারের খোঁজ চালিয়েছে রামলাল। অনেকে সেই চিত্র দেখে বলেছেন, রামলাল ‘তোলা’ আদায় করছে। কখনো দেখা গেছে, ট্রাক্টরে থাকা বালিতে দাঁত ঢুকিয়ে দিয়ে ‘চেকিং’ করতে। অবৈধভাবে বালি পাচার রুখতে পুলিশ-প্রশাসন বিভিন্ন জায়গায় নাকা চেকিং (Naka checking) বসিয়েছে। রামলাল সেই নাকা চেকিংয়ের পুলিশকর্মী হয়েই চেকিং করছে বলেও অনেকে মন্তব্য করেন। খুবই শান্ত মেজাজের এই রামলাল নিজের মর্জিতে রবিবার বিকেল বেলা গড়বেতার জাতীয় সড়ক দিয়ে হেঁটে চলায় তাকে দেখতে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। কেউ মজেছে সেলফিতে, কেউ তার সেই গাড়িতে শুঁড় বাড়িয়ে ‘তোলা’ আদায়ের ছবি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Road show

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.