Application form Application form
আরও পড়ুন ঃ-গোপীবল্লভপুরে দলবদল অব্যাহত, পদ্মফুল ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক নেতাকর্মীর
আরও পড়ুন ঃ–ভর্তি ফি কমানোর দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল উচ্চ বিদ্যালয়
পত্রিকা প্রতিনিধিঃ খোলা আকাশের নীচেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে বান্ডিল বান্ডিল আবেদন পত্র। আর এই ছবি উঠে এসেছে ডেবরা (Debra) ব্লক(Block) অফিসের নতুন বিল্ডিংয়ের ওপর তলায় ব্লক খাদ্য বিভাগের অফিসের সামনে। যেখানে লক্ষ্য করা যাচ্ছে বান্ডিল বান্ডিল ভর্তি কাগজ আকাশের নীচেই পড়ে রয়েছে। রোদ জল লেগে তা একপ্রকার নস্ট হয়ে গিয়েছে। আর এই নিয়েই সরব হয়েছে বিজেপি(Bjp)। বিজেপি(Bjp) নেতা গোপাল রাও ইতিমধ্যেই তা সোস্যাল মিডিয়াতে পোস্ট করে লিখেছেন “ডেবরা(Debra) ব্লক খাদ্য সরবরাহ বিভাগ দপ্তরে মানুষের জমা করা পুরানো কাগজপত্র বেহাল অবস্থায় ছাদের মধ্যে পড়িয়া আছে” যদিও এ বিষয়ে ফুড(Food) ইন্সপেক্টর জানিয়েছেন এগুলো সবই পুরানো কাগজ। সমস্ত কিছু এন্ট্রি হয়ে আছে। তাই ওই ভাবে পড়ে আছে। আমরা দপ্তরে জানিয়ে এগুলো নস্ট করে দেবো।যদিও এই নিয়ে প্রশ্ন উঠছে এগুলো নতুন আবেদন না পুরানো? আর দপ্তরের বাইরে কেনই বা এভাবে আকাশের নীচে পড়ে থাকবে? এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
এবিষয়ে ফুড(Food) ইন্সপেক্টর বিধানচন্দ্র বাগচী বলেন, এগুলো সবই পুরোনো কাগজ। তাছাড়া এই সমস্ত কাগজগুলি তথ্য গ্ৰহণ করার পর বান্ডিল করে ফেলে দেওয়া হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Application form
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore