Covid patients
আরও পড়ুন ঃ–‘যশ'(Yass) বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরে ধীরে ধীরে ফিরছে বিদ্যুৎ পরিষেবা
পত্রিকা প্রতিনিধি: রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা (corona Daily Cases) কমছে যা নি:সন্দেহে স্বস্তিদায়ক খবর রাজ্যবাসীর খবর। ৩০ মে পর্যন্ত রাজ্যে মোট করোনাক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৬৬ হাজার ২৪০। রবিবার অর্থাত্ আজ নতুন করে সক্রিয় করোনা কেস ১১ হাজার ২৮৪। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ১২ লক্ষ ৫৫ হাজার ৯৩২ জন। এদিন পর্যন্ত মৃতের মোট সংখ্যা ১৫ হাজার ৪১০ (+১৪২)। গত দু’দিনে মৃতের সংখ্যা কিছুটা বেড়েছে। সক্রিয় করোনা কেসের সংখ্যা ৯৪ হাজার ৮৯৮। গত ২৪ ঘণ্টায় যা ৭৫০০ কম। ডিসচার্জ রেট ৯১.৯৩ শতাংশ। এমনটাই জানাচ্ছে স্বাস্থ্য দফতরের মেডিক্যাল বুলেটিন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ,”কোভিড সংক্রমণের হার ৩৩ শতাংশ থেকে নেমে গিয়েছে ১৮-১৯ শতাংশে। সাধারণ মানুষ সাহায্য না করলে এটা হতে পারত না। আরও ১৫ দিন বিধিনিষেধ ধরে রাখলে এই হার ভালো হবে। দ্বিতীয় ঢেউয়ে গড় মৃত্যু ০.৫৬%। প্রথম ঢেউয়ে ছিল ১.৬৭ শতাংশ।”এরপাশাপাশি তিনি জানান, রাজ্যে এখনও পর্যন্ত ১ কোটি ৪০ লক্ষ টীকা দেওয়া হয়েছে।
৩০ মে রাজ্য সরকারের কোভিড বুলেটিন (West Bengal Covid Bulletin)অনুযায়ী পূর্ব,পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় গত ২৪ ঘন্টায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১১৯৩ জন। করোনা (corona) জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৬২ জন, মৃত্যু হয়েছে ৩ জনের। আক্রান্তের থেকে সুস্থতার বেশী হওয়ায় স্বস্তির নি:শ্বাস ফেলেছেন স্বাস্থ্যদফতরের আধিকারিকরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Covid patients
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore