পত্রিকা প্রতিনিধি: এক যুবতী কে কুপ্রস্তাব।উভয় পক্ষের মারধরের ঘটনায় উত্তেজনা এলাকায়।দুটি পরিবারের মধ্যে গণ্ডগোলের জেরে আহত হলেন উভয়পক্ষের বেশ কয়েকজন। বেলদা থানার গাজনা এলাকার ঘটনায় উত্তেজনা ছড়ায়। Belda, Belda, bad prorposal to young girl, Belda girl harrashment, medinipur news, biplabi sabyasachi news
আরও পড়ুন- কেশিয়াড়ির নাপোতে চাষিদের বিভিন্ন দাবি নিয়ে মাঠের আলে দাঁড়িয়ে অভিনব মেঠো প্রতিবাদ তৃণমূলের
অভিযোগ মঙ্গলবার এক যুবতীকে কুপ্রস্তাব দেয় এলাকার বিবাহিত এক যুবক। তার প্রতিবাদ জানায় যুবতী ও তার পরিবার। সকালে যুবতীর পরিবার এই অভিযোগে যুবকের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ।পরে ফের বিকেলে আবারও উত্যক্ত্য করে ওই যুবতীকে প্রতিবাদ জানাতে গেলেই মরধর করা হয় ওই যুবতী সহ তার পরিবারের বেশ কয়েকজনকে।জানা গিয়েছে,এই ঘটনায় বেলদা থানায় অভিযোগ দায়ের করে যুবতীর পরিবার। এর জেরে রাতেও ফের মারধরের ঘটনা ঘটে। বাইরে থেকে লোক এনে যুবতীর পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে যুবক রাজু পুষ্টির বিরুদ্ধে। রাত নটা নাগাদ বাইরে থেকে লোক এনে দুপক্ষের মারধর হয়। আহত হয় দুটি পরিবারের কয়েকজন। রাতে আহতদের বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে।প্রসঙ্গত দিনের পর দিন ইভটিজিং থেকে ধর্ষনের মতো ঘটনা ঘটছে এলাকায়।ফের বেস কয়েকজন যুবকের কুনজরে নারি সমাজ।পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে গোটা ঘটনার।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
1 comment
[…] […]
Comments are closed.