Death woman
আরও পড়ুন ঃ–স্কুল খোলার দাবি জানাতে গিয়ে বাঁকুড়ায় জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার ১১, মেদিনীপুরে বিক্ষোভ AIDSO-র
পত্রিকা প্রতিনিধি: প্রবল বর্ষণে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur)জেলার গড়বেতাতে (Garhbeta) ভেঙে পড়লো একাধিক মাটির বাড়ির (Mud House wall) দেওয়াল। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি শুক্রবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত বড়মুড়া (Baramura)এলাকাতে। জানা গিয়েছে, গোয়াল ঘরের মাটির দেওয়াল স্যাঁতসেঁতে হয়ে গিয়েছিল। তার ভেতরে বেঁধে রাখা ছিল গরু, ছাগল।
শুক্রবার বেলা ১১ টা নাগাদ সেখান থেকে গরু বের করতে ঢুকে মাটির দেওয়াল চাপা পড়ে যান পুষ্প (Puspa RuiDas) রুইদাস(৫৫) নামে এক প্রৌঢ়া। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। হুরমুড়িয়ে দেওয়াল ভেঙে পড়ার শব্দ পান প্রতিবেশীরা। তারা গিয়ে দেখেন মাটির পুরোনো দেওয়াল চাপা পড়ে গিয়েছেন ওই মহিলা। দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন গ্রামবাসীরা। তবে যতক্ষণে উদ্ধার হয়েছিল ততক্ষণে তার মৃত্যু হয়। ওই এলাকায় এমন অনেক মাটির বাড়ি রয়েছে। সেগুলিও খতিয়ে দেখা শুরু করেছে প্রশাসনের স্থানীয় লোকজন। অন্যদিকে গড়বেতা ৩ নং পঞ্চায়েত সমিতির (Garhbeta 3No. Panchayet Samity) অন্তর্গত বাঁশডিহা (Bansdiha) গ্রামে নলবনা গ্রাম পঞ্চায়েতের (Nalbana Gram Panchayet) প্রধান অজয় সো (Ajay Saw)-এর মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। প্রবল (Heavy Rain) বর্ষণের ফলে এই ঘটনা। বসবাসের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বাড়িটি বলে জানান অজয় সো।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Death woman
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore