Home » রাজ্যে বজ্রপাতে মৃত্যু ১৯ জনের,পশ্চিম মেদিনীপুরে মৃত ২, ক্ষতিপূরণের আশ্বাস প্রধানমন্ত্রী Narendra Modi-র

রাজ্যে বজ্রপাতে মৃত্যু ১৯ জনের,পশ্চিম মেদিনীপুরে মৃত ২, ক্ষতিপূরণের আশ্বাস প্রধানমন্ত্রী Narendra Modi-র

by Biplabi Sabyasachi
0 comments

Lightning

আরও পড়ুন ঃকরোনার ভ্যাকসিনের নোটিশকে ঘিরে বিভ্রাট তমলুক জেলা হাসপাতালে, উত্তেজনা


অরিজিত দাস:
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজ্যের বিভিণ্ন জেলায় হয়েছে ঝড়বৃষ্টি। রাত ১০ টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বজ্রপাতে মৃত্যু হল মোট ১৯ জনের। এদিন রাজ্যে এত জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)তিনি লিখেছেন বজ্রপাতে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারবর্গকে আমরা সমবেদনা জানাই। আহতরা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠুক প্রসঙ্গত শোক প্রকাশের পাশাপাশি নিহতদের দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা সাহায্য করা হবে।তৃণমূল সূত্রের খবর ৯ ও ১০ জুন বজ্রপাতে নিহত সবার বাড়ি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)।


সোমবার তিল তুলতে গিয়ে চন্দ্রকোনায় (Chandrakona) বজ্রাঘাতে মৃত্যু ঘটল ১ মহিলা সহ ২জনের। সোমবার দুপুরে প্রথম ঘটনাটি ঘটে চন্দ্রকোনা ১ ব্লকের জাড়া (jara) গ্রামে। অপর ঘটনা ওই ব্লকেরই মনোহরপুর (Manoharpur)১ গ্রাম পঞ্চায়েতের হীরাধরপুর (Hiradharpur) গ্রামে । জ‍ানা যায় জাড়া (jara) গ্রামের অরূণ মন্ডল (Arun Modnal) (৪০) নামে এক ব্যক্তি সোমবার দুপুরে বাড়ির পাশে মাঠে তিল তুলতে গিয়ে বজ্রাঘাতে গুরুতর আহত হন ।

নিজস্ব চিত্র

পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষীরপাই (Khirpai)গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে একই গ্রামের অর্চনা রায় (Archana Roy) নামে (৩৫) এক মহিলা এদিন বজ্রাঘাতে মারা যান। চন্দ্রকোণায় (Chandrkona) পৃথক দুই জায়গায় এক মহিলা ও এক পুরুষের বজ্রাঘাতে মৃত্যুর ঘটনায় দুই জায়গায় নেমে আসে শোকের ছায়া ।
অপরদিকে মূর্শিদাবাদে (Murshidabad) ৭জন, বাঁকুড়ায় (Bankura) ২জন ,নদীয়ায় (Nadia)১ জন ও হুগলিতে (Hooghly) ৯ জনের (আরামবাগে ৫ জন) বজ্রাঘাতে মৃত্যু হয়েছে বলে জানা যায়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Lightning

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.