2
পত্রিকা প্রতিনিধি: কোভিড ১৯।ঘূর্ণিঝড় ‘উমপুন’ । পঙ্গপালের হানা।খড়গপুর ১ ব্লকের ভেটিয়া গ্রাম পঞ্চায়েতের সারসা গ্রামে এক বিশেষ প্রজাতির ফড়িং এর সন্ধান মেলায় আতঙ্কিত গ্রামবাসীরা । গ্রামবাসীরা জানান, আজ সকাল থেকেই গ্রামের বিভিন্ন গাছ ও জঙ্গলে ওই ফড়িং ছেয়ে রয়েছে। অজানা পতঙ্গ দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান কৃষি দফতরের এক প্রতিনিধিদল। তারা বেশ কিছু পতঙ্গ সংগ্রহ করে নিয়ে যায়। দফতরের আধকারিকদের প্রাথমিক অনুমান এটি পঙ্গপাল নয়, বিশেষ ধরনের গঙ্গা ফড়িং।