পত্রিকা প্রতিনিধি : প্রায় চোদ্দ দিন পর কনটেইন্টমেন্ট জোন উঠে যাওয়ায় স্যানিটাইজ করা হল বেলদার নন্দ মার্কেট এলাকা কে।প্রসঙ্গত বেলদার নন্দ মার্কেট এলাকার এক বিজেপি নেত্রীর রিপোর্ট পজিটিভ এলে ঘিরে ফেলা হয় সংকুলান নন্দ মার্কেট এলাকাকে।গোটা নন্দ মার্কেট এলাকা কে কন্টেইন্টমেন্ট জোন করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।বিজেপি নেত্রী আক্রান্ত হওয়ার পর তার মেয়ের রিপোর্ট পজিটিভ এলে প্রায় চোদ্দদিন এলাকার দোকান পাট বন্ধ থাকে কন্টেইন্টমেন্ট জোনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়।তারপরই শনিবার খোলে বেলদার নন্দ মার্কেট।রবিবার ব্লক প্রশাসনের উদ্যোগে দমকল বাহিনীর একটি ইঞ্জিনের চেষ্টায় স্যানিটাইজ করা হয় নন্দ মার্কেট।পাশাপাশি বেলদার অন্যান্য করোনা আক্রান্তের এলাকাও স্যানিটাইজ করা হয় এদিন।ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিশ্বজিৎ ঘোষের তত্ত্বাবধানে এই স্যানোটাইজের কাজ চালানো হয় বেলদায়।
প্রাত্যহিক বাজারের পাশাপাশি স্যানিটাইজ করা হয় আড়তও।খুশি এলাকার দোকানদার থেকে সকল বাসিন্দারা।
0