0
প্রত্রিকা প্রতিনিধিঃ কেরোসিন তেল গায়ে ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করল আরতি শীঠ (৪৫) নামের এক গৃহবধূ । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার উত্তর মৈতনা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই গৃহবধূ।
এরপর সেই মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে গত ৩০ শা জানুয়ারি কেরোসিন তেল গায়ে ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।তবে গায়ে আগুন লাগিয়ে ওই গৃহবধূ চিৎকার করে উঠলে তার দুই ছেলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করেন।
এরপর গত একমাস তার চিকিৎসা চলাকালীন হঠাৎই তার মৃত্যু হয়। এরপর কাঁথি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।