পত্রিকা প্রতিনিধি : জালে জড়ানো হনুমানের বাচ্চাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলেন গোপীবল্লভপুরের বারিক মাস্টার কলোনির কল্যাণ বারিক। স্থানীয় সূত্রে জানা গেছে, গোপীবল্লভপুরের মাষ্টার কলোনির একটি বাড়ির তিন তলায় আম গাছের চারিদিকে জাল দিয়ে ঘেরানো ছিলো। বাঁদরের হাত থেকে আম কে রক্ষা করতে। সেই জালেই রবিবার একটি বাঁদরের বাচ্চা জড়িয়ে পড়ে। হয়তো আর কিছুক্ষণ গেলেই বাঁদরটি মারা যেত। জালে জড়িয়ে যাওয়ার খবর কল্যাণ বারিক জানতে পেরে সাথে সাথে বাঁদরটিকে উদ্ধার করে জাল থেকে ছাড়িয়ে ফেলে বাঁদরটি কে রক্ষা করেন। বাঁদরটিকে উদ্ধার করে সাথে সাথে পাশের জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন কল্যাণ বাবু । তিনি বলেন, বাড়ির ছাদে আম গাছে ঝুলিয়ে দেওয়া ছিল জাল। সেই জালে আটকে পড়েছিল আজকে একটি কল্যাণ বাচ্চা। হয়তো আর কিছুক্ষণ গেলেই বাঁদরের বাচ্চা টি মারা যেত। আমি খবর পেয়ে সাথে সাথে ছুটে গিয়ে বাঁদরটিকে উদ্ধার করি। জাল থেকে ছাড়িয়ে পাসের জঙ্গলে ছেড়ে দিয়ে আসি। খবর জানাজানি হতে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছে কল্যাণ বাবুর মহৎ কাজে।
জালে জড়ানো হনুমানের বাচ্চাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালেন এক ব্যক্তি
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -