Home » নারদ কান্ডে তৃণমূল নেতা- মন্ত্রীদের গ্রেফতারের প্রতিবাদে মেদিনীপুর সদরের এলাহিগঞ্জে বিক্ষোভ

নারদ কান্ডে তৃণমূল নেতা- মন্ত্রীদের গ্রেফতারের প্রতিবাদে মেদিনীপুর সদরের এলাহিগঞ্জে বিক্ষোভ

by Biplabi Sabyasachi
0 comments

Demonstration

আরও পড়ুন ঃ-বাড়ছে আক্রান্তের থেকে সুস্থতার হার, পূর্ব-পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলে একদিনেই আক্রান্ত ১৫২৪ , সু্স্থ ১৬২৪ , মৃত ৪

আরও পড়ুন ঃ-কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি তৃণমূলের

পত্রিকা প্রতিনিধি: নারদ মামলায় গ্রেফতার তৃণমূলের ৩ শীর্ষনেতা ও শোভোন চ্যাটার্জী। রাজন‌ৈতিক প্রতিহিংসার জন্যই এই পদক্ষেপ বলে দাবি করেছে তৃণমূল।প্রসঙ্গত ৪ হেভিওয়েটকে গ্রেফতার করল সি বি আই। সোমবার সকালে প্রথমে মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছন সিবি আই গোয়েন্দারা। বাড়ির বাইরে মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। এরপরেই তাঁকে বাইরে নিয়ে আসা হয়। তিনি নিজে জানান নারদা কান্ডে তাঁকে গ্রেফতার করা হচ্ছে। একই সঙ্গে সি বি আই গোয়েন্দারা নিজাম প্যালেসে বিধায়ক মদন মিত্র, প্রাক্তন মন্ত্রী শোভোন চ্যাটার্জী সহ সুব্রত মুখার্জীকেও নিয়ে আসেন। এরপরেই তাঁদের ৪ জনকে গ্রেফতার করা হয়।কিছুদিন আগেই এই চারজনের বিরুদ্ধে মামলা এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

আরও পড়ুন ঃ-রাজ্যের দুই মন্ত্রী সহ ৪ জনকে সিবিআই গ্রেপ্তারের প্রতিবাদে পিংলায় বিক্ষোভ

মেদিনীপুর সদরের এলাহিগঞ্জে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের


এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকেরা।কোভিড বিধি উপেক্ষা করেই মেদিনীপুর সদরের এলাহিগঞ্জে কালো পতাকা নিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভ শুরু হয়।কোভিড বিধি উপেক্ষা করেই এলাহিগঞ্জে জমায়েত করেন অনেকে। পরে অবশ্য এই অবরোধ তুলে নেন তৃণমূল কর্মী সমর্থকেরা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Demonstration

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.