Home » এবার এম কে ডি -এর চেয়ারম্যান হচ্ছেন দীনেন, দায়িত্ব আজ

এবার এম কে ডি -এর চেয়ারম্যান হচ্ছেন দীনেন, দায়িত্ব আজ

by Biplabi Sabyasachi
0 comments

Development Board

আরও পড়ুন ঃ-পঞ্চায়েত অফিসে বিজেপি সদস্যদের ঢুকতে না দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

পত্রিকা প্রতিনিধিঃএবার মেদিনীপুর(Medinipur) – খড়গপুর(Kharagpur) উন্নয়ন পর্ষদ বা এমকেডিএ (MKDA)চেয়ারম্যান নিযুক্ত হলেন বিধায়ক (MLA) দীনেন রায়(Dinen Roy)। সোমবার রাতে মেলের মাধ্যমে চিঠি দিয়ে দীনেন রায়(Dinen Roy) ‘কে এই কাজে দ্রুত বুঝে নেওয়ার নির্দেশ দেয় রাজ‍্য সরকার। য এমকেডিএ(MKDA) গঠিত হওয়ার পর থেকেই ওই চেয়ারম্যান ছিলেন মৃগেন মাইতি(Mrigen Maity) । তবে কয়েকমাস আগে মৃগেন মাইতি(Mrigen Maity) মারা গেলে এমকেডিএ(MKDA) চেয়ারম্যান হন কেশপুরের(Keshpur) বিধায়ক(MLA) শিউলি (Seuli Saha) সাহা। তবে ২০২১- এ ভোটের প্রার্থী হওয়ার পরেই এই পদ ছাড়েন শিউলি(Seuli) । ভোটের পর শিউলি(Seuli) রাষ্ট্রমন্ত্রী হন। তাই শিউলির পরিবর্তে এমকেডিএর(MKDA) চেয়ারম্যান কে হবেন তা নিয়ে বিস্তর জল্পনা চলছিল। তবে নাম উঠে এসেছিল আরও কয়েকজনের। দৌড়ে ছিলেন জুন মালিয়া, উত্তরা সিং হাজরা, হুমায়ুন কবিরও। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষমেষ দীনেন রায়ের উপর আস্থা রাখেলেন।তবে দীনের রায় দলের প্রথম দিন থেকেই লড়াই করে চলেছেন। দীর্ঘদিন দলের জেলা সভাপতি হিসেবে ভালোভাবে দল চালিয়েছেন। এখন তিনি দলের জেলা চেয়ারম্যানও। খড়গপুর(Kharagpur) গ্রামীণ কেন্দ্র থেকে দুবারের বিধায়ক তিনি। ভোটের আগে তিনি মেদিনীপুর(Medinipur) পুরসভার প্রশাসক পদেও যোগ দেন। এবার নতুন করে দায়িত্ব পেলেন এমকেডিএ চেয়ারম্যান হিসেবে। এ বিষয়ে দীনেন বাবু বলেন, ” মুখ্যমন্ত্রী (Chief Minister)আমার উপর আস্থা রাখার জন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ, নেত্রীর আস্থা যাতে অটুট থাকে তার জন্য জোরদার উন্নয়নের কাজ করে যাবো।” আজ বুধবার তিনি দায়িত্ব বুঝে নেবেন বলে জানিয়েছেন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Development Board

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.