medinipur corona news,medinipur corona news
পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের শনিবার রাতের রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১১৭ জন। এর মধ্যে মেদিনীপুর শহরে রয়েছেন ২১ জন। খড়্গপুর শহর, শহরতলি ও রেল মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২৬জন। দাসপুর,কেশপুর,ঘাটাল,বেলদা ও ডেবরা মিলিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৬৩ জন।medinipur corona news
আরও পড়ুন-গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ বিজেপি কর্মী
মেদিনীপুর শহরে কোতোয়ালির পাটনা বাজার সংলগ্ন এলাকায় এক ৪৫ বছর বয়সী মহিলা করোনায় আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার ওই মহিলার লালারসের নমুনা সংগ্রহ করা হলে শনিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।শহরের পাটনাবাজার সংলগ্ন সাহেব পুকুর এক বৃদ্ধের (৮৪) করোনা রিপোর্ট পজিটিভ আসে শনিবার রাতে। কোতোয়ালীর অধীনে বক্সীবাজারে একই পরিবারের একসঙ্গে ৩ জন (ব্যক্তি-৪০, বৃদ্ধা ৫৪, বৃদ্ধ-৬৪) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে। এছাড়াও বক্সীবাজারের অন্যত্র এক বৃদ্ধের (৪৯) শরীরে করোনা সংক্রমণের হদিশ মেলে।মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের করোনা যুদ্ধের প্রথম শ্রেণির ৪ যোদ্ধাও ( মহিলা-৩৩, যুবক-২৫, যুবকব-২৬ ও মহিলা-৪৫) আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিভিন্ন রোগী ও তাঁর পরিবারের লোকেদের সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিক অনুমান স্বাস্থ্য দফতরের।মেদিনীপুর শহরতলিতে কোতয়ালীর অধীনে মুন্সিপাটনা এলাকায় বছর ৩৭ এর এক ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে।মেদিনীপুর শহরের মির্জাবাজার এলাকায় বছর ৩৮ এর এক মহিলার শরীরেন করোনা সংক্রমণের হদিশ মেলে। মেদিনীপুর শহরের মিয়াবাজার এলাকায় এক বৃদ্ধ (৫৫) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।মেদিনীপুর পুলিশ লাইনের ২ পুলিশ কর্মীর (পুরুষ-৩০, পুরুষ-৩১) শনিবার রাতে করোনা রিপোর্ট পজিটিভ আসে।এছাড়াও মেদিনীপুর শহর ও শহরতলিতে মোট ১২ জন করোনায় আক্রান্ত , যাদের মধ্যে অনেকেরই কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
আরও পড়ুন- এগরায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত ১, আহত ২০ জন
রেলশহর খড়গপুরে শনিবারের রাতের জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ জন।পূর্বের দিনের সংক্রমণের তুলনায় গ্রাফ অনেকটাই নিম্নমুখী হওয়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।খড়্গপুর শহরের ৫ নং ওয়ার্ডের সুকান্তপল্লী (দেবলপুর)এলাকায় একই পরিবারের একসঙ্গে ৪ জনের (বৃদ্ধ-৬০, মহিলা-৩৮, পুরুষ-৩৪, যুবতী-২১) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানাী স্বাস্থ্য দফতর সূত্রে। খড়্গপুরের ১৪ নং ওয়ার্ডের মালঞ্চ রোড (নিমপুরা) সংলগ্ন এলাকায় এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। ১৯ নম্বর ওয়ার্ডের খরিদা বাজার ও ১১ নম্বর ওয়ার্ডের ওল্ড মালঞ্চ (রাজপুর) এলাকায় এক ব্যক্তি(৩৪) এবং ৩১ বছর বয়সী পুরুষের করোনা রিপোর্টও পজিটিভ এসেছে বলে জানা যায়। এছাড়াও রেল শহরের মালঞ্চ (বৃদ্ধ-৭৪), ধ্যানসিং ময়দান(বৃদ্ধ-৫৬), ৩১ নম্বর ওয়ার্ডের ছোট আয়মা এলাকার(বৃদ্ধ৬৯,যুবক২১),ভগবানপুর এলাকার ১৬ নম্বর ওয়ার্ড (পুরুষ-৩৩) সহ বিভিন্ন এলাকায় মোট ২৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
আরও পড়ুন- বেলদায় ভেঙে দেওয়া হল বিজেপির পার্টি অফিস
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
2 comments
[…] […]
[…] […]
Comments are closed.