Medical situation
আরও পড়ুন ঃ–কোলাঘাটে গুজরাট ফেরত করোনা রোগীর মৃত্যু , উদ্বিগ্ন এলাকাবাসী
আরও পড়ুন ঃ–ঊর্ধ্বমুখী সংক্রমণ! সব রেকর্ড ভেঙে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের এক দিনেই আক্রান্ত ৩৯০
পত্রিকা প্রতিনিধিঃ স্ত্রীর চিকিৎসা করাতে এসে মেদিনীপুরের এক যুবকের দ্বারা প্রতারনার স্বীকার হলেন বাংলাদেশের যশোরের নোয়াপাড়ার অভয়ানগরের আবুল কালাম শেখ।
জানা গিয়েছে, বাংলাদেশের বাসিন্দা আবুল কালাম শেখের স্ত্রী নার্গিস বেগমের ব্রেন টিউমারের চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে গত তিনমাস আগে মেদিনীপুরের নজরগঞ্জের বাসিন্দা শেখ বাদশা নামে এক আত্মীয়ের বাড়িতে এসে উঠেন আবুল কালাম বাবু। এরপর মেদিনীপুরে থাকাকালীন শেখ বাদশার ছেলে শেখ রাজু নামে এক যুবক আবুল কালাম বাবুকে তার স্ত্রীর ব্রেন টিউমারের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে দিবে বলেন এবং চিকিৎসার খরচের টাকা তার একাউন্টে পাঠিয়ে দিতে বলেন।
তবে সেইমত আবুল কালাম বাবু বাংলাদেশে তার মেয়েদের রাজুর একাউন্টে টাকা পাঠাতে বলেন, মেয়েরা বাড়ির গরু, ছাগল বিক্রি করে অনেক কষ্ট করে ১ লাখ ৮৭ হাজার টাকা রাজুর একাউন্টে পাঠিয়ে দেয়। অভিযোগ শেখ রাজু ব্যাঙ্গালোরে আবুল কালাম বাবুর স্ত্রীকে নিয়ে গিয়ে চিকিৎসা না করে ফিরে আসেন এবং সমস্ত টাকা খরচ হয়ে গেছে বলে বলেন। রাজু সময় চায় সে যে টাকাটা খরচ করেছে তা ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু প্রায় তিন মাস বাদেও সেই টাকা ফেরত দিচ্ছে না রাজু বলে অভিযোগ। যার ফলে স্ত্রীর ব্রেইন টিউমারের চিকিৎসাও করতে পারছেন না আবুল কালাম বাবু এবং বাড়িও ফিরে যেতে পারছেন না তিনি। এরপর তিনি বিষয়টি মেদিনীপুর কোতওয়ালী থানায় অভিযোগ করলেও পুলিশ কোনো সাহায্য করছে না বলে অভিযোগ। এরপর আজ , বুধবার অসুস্থ স্ত্রীকে এম্বুলেন্সে করে নিয়েই থানায় হাজির হন আবুল কালাম বাবু। থানা থেকে সাহায্য না পেয়ে দারস্থ হন পুলিশ সুপার অফিসে। এরপর বিষয়টি পুলিশ সুপার অফিসেও অভিযোগ আকারে জানিয়েছেন তিনি। এই ঘটনা সম্পর্কে নজরগঞ্জের এক স্থানীয় মানুষ বলেন, বাংলাদেশ থেকে মেদিনীপুরে এসে একজন প্রতারণার স্বীকার হলেন এবং পুলিশ প্রশাসনের কাছ থেকেও কোনো সাহায্য পাচ্ছেন না এটা বাংলার মানুষ হিসেবে আমাদের লজ্জা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Medical situation
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore