Home » হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, ঝাড়গ্রামে ভার্চুয়ালে ভাষণ দিলেন অমিত শাহ

হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, ঝাড়গ্রামে ভার্চুয়ালে ভাষণ দিলেন অমিত শাহ

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধিঃ হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, তাই সোমবার ঝাড়গ্রামের সভায় আসতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভার প্রস্তুতি শেষ হয়ে গিয়েছিল, সভায় ভিড়ও জমিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। কিন্তু শেষ মুহূর্তে শাহ সেখানে না আসতে পারায় বাতিল হয় প্রস্তুতি। কিন্তু জনসভা বাতিল করেননি শাহ। তিনি খড়গপুরের এক হোটেল থেকেই ভার্চুয়ালে ভাষণ দিলেন। তড়িঘড়ি সভায় বড় পর্দা লাগিয়ে ফেলেন ঝাড়গ্রামের বিজেপি নেতারা। প্রসঙ্গত, এদিন ঝাড়গ্রামের জামদা সার্কাস ময়দানে অমিত শাহর জনসভা করার কথা ছিল।

রবিবার রাতেই খড়গপুরে পৌঁছে গিয়েছিলেন তিনি। সেখানে খড়গপুর সদরের বিজেপির প্রার্থী অভিনেতা হিরণকে পাশে নিয়ে রোড শো করেন অমিত শাহ। সোমবার ঝাড়গ্রামে যাওয়ার আগেই ঘটল বিপত্তি। তাঁর হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিল। ফলে তাঁর ঝাড়গ্রাম যাত্রা বাতিল করতে হল। তবে ভার্চুয়াল ভাষণে তিনি ফের বাংলার শাসকদলকে তীব্র আক্রমণ করেন। এদিন অমিত শাহ বলেন, মমতা দিদির আমলে কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ পায়নি পশ্চিমবঙ্গের মানুষ। বিজেপি ক্ষমতায় এলে আদিবাসীদের আত্মনির্ভর করব আমরা। ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় হবে।

তিনি এও জানান, এবার ঝাড়গ্রামে যেতে না পারলেও নির্বাচন শেষের আগেই তিনি একবার সেখানে যাবেন। পাশাপাশি এই গরমেও যারা তাঁর জন্য সভায় উপস্থিত হয়েছিলেন তাঁদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর কিছুক্ষণ পর বাঁকুড়ার রানিবাঁধের উদ্দেশ্যে হেলিকপ্টারেই রওনা দিয়েছেন অমিত শাহ।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.