পত্রিকা প্রতিনিধি :প্রেমের শাস্তি হিসেবে যুবতীকে প্রকাশ্যে কানে ধরে উঠবোস ঘাটালের মনসুকা গ্রাম পঞ্চায়েত এলাকার কন্দলচক গ্রামের গণআদালতে শুক্রবার মাঝরাতে এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়।এক যুবতীকে গ্রামের মোড়লরা সবার উপস্থিতিতে কানে ধরে উঠবস করান।গ্রামবাসীদের অভিযোগ, ওই যুবতী দীর্ঘদিন ধরে গ্রামের এক বিবাহিত পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন।শাস্তি থেকে বাদ পড়েনি অভিযুক্ত প্রেমিকও। বিশেষ সূত্রের খবর ওই সভার নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত একজন বিএসএফ জওয়ান ।ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিভিন্ন মহলের সকলেই ।ঘাটাল মহকুমা আদালতের (ক্রিমিনাল কোর্ট ) আইনজীবী দেব কুমার চ্যাটার্জী জানান ,”এটি একটি গ্রামের গণ আদালতের বিচার, যেটা কারুর করার ক্ষমতা নেই। কানে ধরে উঠবোস করানো গ্রামের মানুষের বিচার, আইন আদালতের বিচার নয়।ঘটনা নিন্দনীয় ।”অভিযুক্ত যুবক ও যুবতী জানান , “গ্রামের মোড়লরা জোর করে চাপ দিয়ে তাদের সালিশি সভায় নিয়ে গিয়ে অপদস্থ করেন ।তাদের মধ্যে কোনরকম অবৈধ সম্পর্ক নেই ।” খোঁজ নিয়ে জানা গিয়েছে ওই গ্রামে এই ঘটনা নতুন নয় ।২০১৯ সালের ১৫ জুলাই রাতে পাশের গ্রাম ধসাচাঁদপুরের মোড়লরা একইভাবে এক গৃহবধূ ও যুবককে গাছে বেঁধে জোর করে ব্যবস্থা করেছিলেন ।এইভাবে জোর করে আইন নিজের হাতে তুলে নেওয়া সমাজের পক্ষে ঠিক কতটা প্রভাব ফেলছে, তা নিয়েও উদ্বিগ্ন এলাকার সচেতন নাগরিকরা ।
0
previous post