পত্রিকা প্রতিনিধিঃ ফের লরির ধাক্কায় প্রাণ হারাল এক ব্যক্তি। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার ধেড়ুয়াতে। মৃত ব্যক্তির নাম বিমল মুখার্জী (৫৬)। বাড়ি চাঁদড়ায়।
স্থানীয়রা জানান, সোমবার সকাল আটটা নাগাদ বাড়ি থেকে মোটর সাইকেলে করে ধেড়ুয়া যাচ্ছিলেন। সেইসময় পেছন থেকে বালি নিতে যাওয়া একটি খালি লরি ধাক্কা মারলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। ঘাতক লরি পলাতক। পুলিশ খোঁজ চালাচ্ছে লরিটির। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ধেড়ুয়ায়। প্রতিদিন ওভারলোডেড বালি গাড়ির দৌরাত্ম্যে নাজেহাল স্থানীয়রা। রাতে জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হলে রাস্তায় শয়ে শয়ে বালি গাড়ির ফলে যাতায়াত করা মুশকিল বলে অভিযোগ। এই বালি গাড়ি ধাক্কায় মৃত্যুকে ঘিরে কয়েকবছর আগে রণক্ষেত্র হয়ে উঠে গুড়গুড়িপাল এলাকায়।
তারপরও অবাধে ওভারলোডেড বালি গাড়ি চলছে বলে অভিযোগ। বালি গাড়ির জেরে দু’দিন ধরে রাস্তার যানজটে নাজেহাল হয়েছিল গুড়গুড়িপালের মানুষজন। এবার মৃত্যু ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সদস্য নয়ন দে বলেন, লরির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। বালি গাড়ি কিনা খোঁজ মেলেনি। পুলিশ খোঁজ চালাচ্ছে গাড়িটির। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।