Home » খড়্গপুরে লকডাউন অমান্য করায় একদিনেই আটক ৪০ জন

খড়্গপুরে লকডাউন অমান্য করায় একদিনেই আটক ৪০ জন

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: রেলশহর খড়্গপুরে হু হু করে মারণ ভাইরাসের প্রকোপ বাড়ায় সপ্তাহের ৫ দিন আংশিক লকডাউন চলছে। সকাল ৬ টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় কাজকর্মের জন্য ছাড় দেওয়া হয়েছে। এই সময়ের পরেই শুরু হচ্ছে রেলশহরে কড়া লকডাউন। শহরের যে সমম্ত মানুষেরা এই নিয়ম মানছেন না , পুলিশ তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তাঁদের আটক করে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছেন।শুধু তাই নয় সরেজমিনে পরিদর্শন করছেন খড়গপুর টাউন থানার আই. সি রাজা মুখার্জী । তিনি বলেন, ‘ পুলিশ সারাদিন অভিযান চালিয়ে খড়গপুরে ৪০ জন লকডাউন অমান্যকারীদের কে আটক করেছে। শুধু তাই নয় যারা মাস্ক বা সামাজিক দূরত্ব মানছেন না তাদের ও সচেতন করা হয়েছে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.