Home » কাটমানি ও দুর্নীতির লিফলেট পড়ল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে

কাটমানি ও দুর্নীতির লিফলেট পড়ল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : বারবার দুর্নীতির পারদ চড়ছে তৃণমূলের অন্দরে। এবার খোদ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ও বাইরে লিফলেট পরল। এর আগেও কাটমানি পোস্টার পড়েছিল, কিন্তু এবার তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে এবং মেচেদা বাজারের সংলগ্ন রাস্তায় উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্বজনপোষণ দুর্নীতির বিরুদ্ধে লিফলেট। kolaghat, kolaghat, purba medinipur news, biplabi sabyasachi news, latset bengali news, bengal news

আরো পড়ূণ- নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি, আত্মঘাতী চন্দ্রকোনার বিএসএফ জওয়ান

আর এবার নাম জোরালো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার ও দায়িত্বপ্রাপ্ত তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে। লিফলেটে লেখা রয়েছে যে প্রচারে তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়ন যদিও সম্পূর্ণভাবে মিথ্যা অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে ব্যাখ্যা দিলেন তৃণমূল নেতা তথা কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের শ্রমিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত অবজারভার অসিত ব্যানার্জি।

আরো পড়ূণ- খড়্গপুর টাউন থানায় করোনার থাবা, শনিবারের রিপোর্টে আক্রান্ত ৩২ জন

কাটমানি ও দুর্নীতির লিফলেট পড়ল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে

তিনি আরো বলেন যে নতুন করে কোন নিয়োগ হয়নি । পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র ।লিফলেট ছড়ানোর বিষয়ে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট এর জেনারেল ম্যানেজার কৃষ্ণেন্দু চক্রবর্তী বলেন, যে এই বিষয়ে আমি কিছু জানিনা । তবে লিফলেট দেখেছি ইতিমধ্যে তদন্ত শুরু করার কথা বলেছি আমরা পুরো বিষয়টা দেখছি। তবে নতুন কাউকে নতুনভাবে রিক্রুটমেন্ট হয়নি, পুরনো যারা তারাই কাজ করছে।

আরো পড়ূণ- ভগবানপুরে গর্ভবতী মহিলাকে সমেত পুকুরে উল্টে গেল অ্যাম্বুলেন্স, গুরুতর আহত ২

আমরা পুরো বিষয়টা খতিয়ে দেখছি। তবে নতুন করে কাটমানি ও স্বজনপোষণের অভিযোগ ওঠার পর রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। তবে কি সর্ষের মধ্যে ভূত কারণ কলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট এর ভিতর যেভাবে সিকুরিটি রয়েছে তাতে বার থেকে অন্য কেউ গিয়ে ভিতর লিফলেট ফেরাতে পারে না। রাজনৈতিক মহলের গুঞ্জন যে কর্মীদের মধ্যেই ক্রমশ খোব রয়েছে তারই বহিঃপ্রকাশ হতে পারে বলে মত রাজনৈতিক মহলের।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.