Fake vaccine
আরও পড়ুন ঃ–সুরক্ষা বিহীন কাজের চাপে হিমশিম আশাকর্মীরা, সংগঠনের অভিযোগ পশ্চিম মেদিনীপুরে
পত্রিকা প্রতিনিধি: কলকাতায় ভ্যাকসিন কান্ডে জড়িত দেবাঞ্জন দেব-এর নামে কোতয়ালী থানায় অভিযোগ জমা দিল সিপিএমের ছাত্র-যুব সংগঠন।
করোনা মোকাবিলায় ভ্যাকসিনের উপর জোর দিয়েছে স্বাস্থ্য দফতর। তৃতীয় ঢেউয়ের আগে যত বেশি সম্ভব মানুষকে ভ্যাকসিন দেওয়ার তোড়জোড়। তারই মধ্যে ভুয়ো ভ্যাকসিন নিয়ে শোরগোল রাজ্যে। খোদ কলকাতার বুকে দিনের পর দিন ভুয়ো ভ্যাকসিন সেন্টার চালানোর পর গ্রেপ্তার হোন দেবাঞ্জন দেব। নিজেকে আইএএস বলে ভুয়ো পরিচয় দিতেন। এই ঘটনার পর পশ্চিম মেদিনীপুর জেলাতেও ভুয়ো ভ্যাকসিন সেন্টারের খোঁজ চালায় প্রশাসন। ভ্যাকসিন কান্ডে খড়্গপুর থেকে একাধিকজনকে গ্রেপ্তারও করে পুলিশ।
মঙ্গলবার দেবাঞ্জন দেব সহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি মেদিনীপুর শহরের কোতয়ালি থানার সামনে বিক্ষোভ দেখালো এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লুএ নামে তিনটি সংগঠন। সংগঠনের পক্ষ থেকে দেবাঞ্জন দেব-এর নামে কোতয়ালী থানায় অভিযোগ জমা পড়ে।
এসএফআই-এর জেলা সম্পাদক প্রসেনজিত মুদি জানান, ভুয়ো ভ্যাকসিন কান্ডে দেবাঞ্জন দেব সহ জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে ওই সংগঠনগুলি মিছিল করে বিক্ষোভ দেখাল মেদিনীপুর হাসপাতালের গেটে। দাবি জানিয়েছে, সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের। উপস্থিত ছিলেন, এসএফআই-এর জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদি, ডিওয়াইএফআই-এর জেলা সম্পাদক সুমিত অধিকারী, এআইডিডব্লুএ-এর জেলা নেত্রী পাপিয়া চৌধুরী সহ অন্যান্যরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Fake vaccine
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore