পত্রিকা প্রতিনিধি:ফের খড়গপুর মহকুমা হাসপাতালে করোনার থাবা । করোণা আক্রান্ত কারী ব্যক্তি খড়গপুরে গোলবাজারের বাসিন্দা। হাসপাতাল সূত্রের খবর গত বৃহস্পতিবার করোনার উপসর্গ জ্বর -সর্দি-কাশি দেখা মেলায় পরিবারের লোকজনেরা তাকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন ।বৃহস্পতিবার সোয়সব টেস্টের পরেই ওই ব্যক্তিকে হাসপাতাল কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেন ।এরপর শুক্রবার ওই ব্যক্তি পুনরায় অসুস্থতা বোধ করলে তাকে আবার হাসপাতালে মেল ওয়ার্ডে ভর্তি করা হয় ।অন্যদিকে রাজ্য স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ওই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোণা আক্রান্তের খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে ।সূত্রের খবর ওই ব্যক্তি বৃহস্পতিবার হাসপাতালে ভর্তির পরই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন সুতরাং তার সংস্পর্শে কারা কারা এসেছেন তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য কর্মী চিকিৎসা কর্মী ও নার্সদের ।ওই ব্যক্তিকে আজ রাতেই শালবনী কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
অপরদিকে খড়্গপুরে আবার এক ব্যক্তির শরীরে কর্ণার সংক্রমণ ঘটে ওই ব্যক্তি খড়গপুর গ্রামীণ থানার ই এফ আর ক্যাম্পে স্পেশাল পুলিশের ট্রেনিং নিতে এসেছিলেন । ওই যুবক নদীয়ার বাসিন্দা । ট্রেনিংরত অবস্থায় ওই ব্যক্তি অসুস্থতা বোধ করলে তার লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় কোভিড টেস্টের জন্য ।শুক্রবার রাতে ওই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে। নদীয়ার বাসিন্দার করোনা রিপোর্ট পজিটিভ আসার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ই. এফ. আর ট্রেনিং ক্যাম্পে। ওই যুবক ক্যাম্পে কার কার সংস্পর্শে এসেছেন তা নিয়ে চিন্তিত ইএফআর ক্যাম্পের বাকি সদস্যরা । পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরা ক্যাম্পে পৌঁছানোর পরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
0