পত্রিকা প্রতিনিধি : প্রতিদিন এখন আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে পরের দিনর করোনা সংক্রমণ।একদিনে সংক্রমণের নিরিখে এবার ৪০ এর গন্ডি পের করে দিল রেলশহর খড়্গপুর।একদিনেই ই এফ আর ক্যাম্পের ৪৪জন আক্রান্তের হদিশ মেলে। ২৪ ঘন্টার মধ্যে রেকর্ড ভেঙে ৪৭ জনের শরীরে করোনার সংক্রমণ ঘটে। রাজ্য সশস্ত্র পুলিশের ব্যারাকপুর থেকে আসা ৪০০ জনের মধ্যে ১ জনের করোনা পজিটিভ ধরা পড়ে বৃহস্পতিবার । তারপরেই ক্যাম্পের উচ্চপদস্থ আধিকারিকের নির্দেশে ৪০০ জনেরই পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো গত শুক্রও শনিবার ১২০ জনের মধ্যে ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে গত রবিবার। বাকী কিছুজনের করোনার রিপোর্ট অমীমাংসিত আসে।ফলে আতঙ্কের মধ্যে দিন কাটছিলো অন্য জওয়ানদের। অন্যদিকে যে ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে তাঁদের কে স্পেশাল ট্রেনিং ক্যাম্পে রেখেই চিকিৎসা করা চলছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী সামসুদ্দিন আহমেদ বলেন, “খড়্গপুরের ই এফ আর ক্যাম্পে ৪৪ জন প্রশিক্ষণরত জওয়ানের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আতঙ্কের কোনো কারণ নেই, আক্রান্তকারীদের মেদিনীপুর কোভিড ( আয়ূস) হাসপাতালে স্থানান্তরিত করা হবে।”
খড়গপুরে একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড, একসঙ্গে ৪৪ জন ই এফ আর জওয়ান করোনায় আক্রান্ত
- Advertisement -