Home » জঙ্গলমহলের আরও উন্নয়ন ও শান্তির বার্তা দিয়ে ঝাড়গ্রাম থেকে কলকাতা রওনা মুখ্যমন্ত্রীর

জঙ্গলমহলের আরও উন্নয়ন ও শান্তির বার্তা দিয়ে ঝাড়গ্রাম থেকে কলকাতা রওনা মুখ্যমন্ত্রীর

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: জঙ্গলমহলের উন্নয়ন আর শান্তির বার্তা দিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিয়ে প্রশাসনিক বৈঠক সেরে ঝাড়গ্রামের ঐতিহ্যবাহী কনকদুর্গা মন্দির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে থাকার সিদ্ধান্ত নেন ঝাড়গ্রাম রাজবাড়িতে। রাত্রিবাসের পর বৃহস্পতিবার ১.৩০ মি। নাগাদ আকাশপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি । জঙ্গলমহলের উন্নয়ন যে হয়েছে তা তিনি যেমন তুলে ধরেছেন তেমনি জঙ্গলমহলকে কেউ অশান্ত করবে টাকা ছড়িয়ে দিয়ে তা কখনোই বরদাস্ত করা হবে না ,সেই বার্তাও দিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিন গাড়িতে করে রাজ কলেজ সংলগ্ন অস্থায়ী হেলিপ্যাড পর্যন্ত যান মুখ্যমন্ত্রী , রাস্তার দুপাশে অগণিত মানুষ দাঁড়িয়েছিলেন । সকলে হাত নাড়িয়ে জয়ধ্বনি দিয়ে বিদায় জানান , মুখ্যমন্ত্রী ও হাত নেড়ে তাঁদের অভিবাদন গ্রহণ করেন। Jhargram, Jhargram, Jhargram, mamata Banerjee, Chief Minister of West Bengal

আরও পড়ুন- রূপনারায়ণ নদী থেকে উদ্ধার হল অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ

কলকাতার উদ্দেশে রওনা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলায় প্রশাসনিক বৈঠক সেরে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে পৌঁছান ।পরদিন বুধবার হয় প্রশাসনিক বৈঠক ।ওই প্রশাসনিক বৈঠকে যেমন মেডিক্যাল কলেজের নির্মাণ কাজের সূচনা করেন , তেমনি বালি পাচার বন্ধ সরকারি প্রকল্পের জন্য কেউ সুবিধা চাইলে জনগণকে সোজা থানায় যাওয়ার নিদান দেন ।মাওবাদীদের সঙ্গে যোগাযোগ করে টাকা ছড়িয়ে শান্ত জঙ্গলমহলকে অশান্ত করতে চাইলে তিনি বরদাস্ত করবেন না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ।তিনি করোনা মোকাবিলার জন্য একাধিক পরামর্শ দিয়েছেন বাইরের রাজ্যগুলি থেকে বিভিন্ন গাড়ি প্রবেশ করার জন্য জেলায় করোনা সংক্রমণ বাড়ছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। করোনা মোকাবিলায় প্রশাসনকে কী কী করতে হবে তারও নির্দেশ দিয়েছেন । এ ছাড়া জাতিগত সমস্যা মেটানোর জন্য মুখ্যমন্ত্রী কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে চার সদস্যের মূল কমিটি গঠন করা হয়েছে ।কমিটিতে রয়েছেন স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব ও আদিবাসী উন্নয়ন দফতরের সচিব ।এছাড়াও অন্যান্য দপ্তরের সচিবদের পাশাপাশি কমিটিতে বিভিন্ন সম্প্রদায় থেকে প্রতিনিধি রাখার কথাও বলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কনকদুর্গা মন্দির সংস্কারের জন্য পাঁচ কোটি টাকা মঞ্জুর করেছেন।এছাড়া আদিবাসী লোধা শবর কর্মীসহ বিভিন্ন জনজাতি উন্নয়ন তাদের বাংলা আবাস যোজনায় গৃহ নির্মাণ একশ শতাংশ মানুষকে রেশন সামগ্রী প্রদান মাওবাদীদের হাতে নিহত পরিবারের একজনকে চাকরি প্রদান সহ একাধিক উন্নয়নমূলক কর্মসূচি ছিল মমতার প্রশাসনিক বৈঠকে জঙ্গলমহলের উন্নয়নে তিনি যে বারবার সচেষ্ট তা তিনি আবার প্রমাণ করে দিয়ে দিয়েছেন এ বারের জঙ্গলমহল সফরেও পাশাপাশি শান্ত জঙ্গলমহলকে যদি বিরোধীরা অশান্ত করার চেষ্টা করে তা তিনি কড়া হাতে রোখার কঠোর নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.