Home » মমতার মুখে মানসম্মান-সংবিধানের কথা মানায় না কটাক্ষ দিলীপের

মমতার মুখে মানসম্মান-সংবিধানের কথা মানায় না কটাক্ষ দিলীপের

by Biplabi Sabyasachi
0 comments

Dilip Ghosh

আরও পড়ুন ঃগত ২৪ ঘণ্টায় জেলায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যা, বাড়ছে সুস্থতার হারও

পত্রিকা প্রতিনিধিঃ এরাজ্যের বিধানসভা(Assembly) ভোটের পর বিজেপির (BJP) ভরাডুবি হয়েছে জঙ্গলমহলেও(Jangalmahal)। নির্বাচনের(Election) ফল প্রকাশ হওয়ার পর  বিজেপি (BJP) নেতাদের আর সেভাবে দেখা যায়নি। তবে দীর্ঘ কয়েক সপ্তাহ পর আজ, রবিবার আবারও তারা জমায়েত করলেন ঝাড়গ্ৰাম (Jhargram) জেলা বিজেপির দলীয় কার্যালয়ে। এদিন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)’কে কেন্দ্র করেই কার্যালয়ে জমায়েত হয়। তবে এদিন খড়গপুর(Kharagpur), মেদিনীপুর(Medinipur), শালবনী (Shalboni) থেকে মিটিং করে ঝাড়গ্রামে (Jhargram) বিজেপির দলীয় কার্যকর্তাদের নিয়ে মিটিং- এ বসেন তিনি।

Advertisement 

তবে পরবর্তী কালে কিভাবে মানুষের কাজ করে চলবেন তারা তাছাড়া বিপর্যয়ের এই সময়ে কিভাবে তারা মানুষের পাশে দাঁড়াবেন সেই বিষয়েই তারা এই দলীয় কার্যালয়ে আলোচনা সভাটি রাখেন। এদিন দিলীপ ঘোষ(Dilip Ghosh) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata banerjee) মুখে মানসম্মান, সংবিধানের কথা মানায় না। ইয়াস-সংঘাত নিয়ে প্রধানমন্ত্রীর রিভিউ মিটিং ঘিরে রাজনৈতিক চাপানউতোরে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের।রবিবার খড়গপুর শহরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে বোগদা এলাকায় চায়ে পে চর্চায় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। আইমা এলাকায় বিলি করেন মাস্ক। রাজ্য সরকারের দুয়ারে ত্রাণ প্রকল্প নিয়ে দিলীপ ঘোষের(Dilip Ghosh) কটাক্ষ, দুয়ারে ত্রাণ, রেশন, ভ্যাকসিন সব পৌঁছে দেবে। কিন্তু কবে পৌঁছবে? রাজনৈতিক রং দেখে ত্রাণ বিলি করা হচ্ছে বলেও বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ। পাশাপাশি আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan bandyopadhyay) সম্পর্কিত প্রশ্নে কিছু উত্তর দেবেন না বলে জানান, তবে তিনি এটুকুই বলেন যে, ‘ আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan bandyopadhyay) বিরুদ্ধে আমি কিছু বলব না, কিন্তু তাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করা অবশ্যই উচিত।’

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.