Home » সিদ্ধান্তে অনড় কুড়মিরা, ৭ই হচ্ছে হুড়কা জ্যাম

সিদ্ধান্তে অনড় কুড়মিরা, ৭ই হচ্ছে হুড়কা জ্যাম

by Biplabi Sabyasachi
0 comments

Kurmir steadfast in decision

আরও পড়ুন ঃ-এম কে ডি এ-র চেয়ারপার্সন হচ্ছেন শিউলি সাহা

পত্রিকা প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারী নেতাই দিবসে জঙ্গলমহলে হুড়কা জ্যামের ডাকে দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ ।পশ্চিম মেদিনীপুর,পুরুলিয়া, বাঁকুড়া,ঝাড়গ্রাম, জেলার জঙ্গলমহল এলাকাজুড়ে হুড়কা জ্যাম সমর্থনে চলছে দেওয়াল লিখন। ঝাড়গ্রামে অনশন মঞ্চে সরকারি আশ্বাস দেওয়ার পরও কোনো ব্যবস্থা না হওয়ায় এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদিবাসী কুড়মি সমাজ।

হুড়কা জ্যাম বা বনধের সমর্থনে গোয়ালতোড় ঝাড়গ্রাম সহ বিভিন্ন এলাকাজুড়ে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন সংগঠনের কর্মীরা। দেয়াল লিখন পোস্টার লাগানোর পাশাপাশি আলোচনা সভা করছেন সংগঠনের নেতৃত্ব। কর্মী সমন্বয়ে মঞ্চের পক্ষে জানানো হয়েছে কর্মীদের তফসিলি উপজাতি তালিকাভুক্ত সহ চব্বিশ দফা দাবি জানিয়ে ঝাড়গ্রামে দিয়াকে না দিয়া না দিয়াকে হুড়কা দিয়া’র ডাক দেওয়া হয়েছিল। অনশন করেছিলেন তাঁরা অভিযোগ সেই অনশন মঞ্চে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । কিন্তু এখনও পর্যন্ত তা পূরণ করা হয়নি। সেই কারণে হুড়কা জ্যামের ডাক দেওয়া হয়েছে। প্রশাসন ও শাসক দলের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে । সেই আলোচনা কতদূর পর্যন্ত গড়াবে আদৌ কুড়মি সমাজ হুড়কা জ্যাম প্রত্যাহার করবে কি না তা এখন দেখার বিষয় ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Kurmir steadfast in decision

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.