Home » প্রবল বৃষ্টিতে জলমগ্ন ঝাড়গ্রাম , ভোগান্তিতে বাসিন্দারা

প্রবল বৃষ্টিতে জলমগ্ন ঝাড়গ্রাম , ভোগান্তিতে বাসিন্দারা

by Biplabi Sabyasachi
0 comments

Rain news

আরও পড়ুন ঃএগরা পুরসভার উদ্যোগে শুরু হল ভ্যাকসিনেশন ক্যাম্প

পত্রিকা প্রতিনিধিঃ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার রাত থেকে একটানা ভারী বৃষ্টির ফলে রাজ‍্যের বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম(Jhargram)পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বেশকিছু বাড়িতে ইতিমধ্যে বৃষ্টির(Rainfall)জল ঢুকে পড়েছে ।যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।

উল্লেখ্য, গতকাল থেকে একটানা বৃষ্টির জেরে এলাকার বেশকিছু মাটির বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম (Jhargram) পুরসভার (Municipality) ৩ নম্বর ওয়ার্ডের পাশাপাশি ৪,৫,৬,১২, ১৩, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বেশকিছু বাড়িতে ইতিমধ্যে জল ঢুকে পড়েছে। ফলে মাটির বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অপরদিকে পুর এলাকা ছাড়া এই জেলার(District) গোপীবল্লভপুর ,সাঁকরাইলে সুবর্ণরেখার পার্শবর্তী গ্রামের বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে যদি গালুডি জলাধার বা চেন্ডেল জলাধার থেকে জল ছাড়ে তাহলে নদীর(River)পার্শবর্তী গ্রামে প্লাবন আসতে পারে।অপর দিকে ডুলুং ও কংসাবতী নদীর পার্শ বর্তী গ্রামের মানুষ ইতিমধ্যে আতঙ্কের মধ্যে রয়েছে ।তবে জেলা প্রশাসনের তরফে নদীর পার্শবর্তী গ্রাম গুলিতে বিশেষ নজর দারি চানালো হচ্ছে বলে জানা যাচ্ছে।

এই পরিস্থিতিতে এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই ওয়ার্ডে নিকাশি নালা না থাকায় বৃষ্টি হলেই বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ফলে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি জানালেও তৈরি হয়নি জল নিকাশির জন্য ড্রেন । তাই ড্রেন তৈরি না হওয়ায় সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। তবে এবিষয়ে পুর- প্রশাসনের কাছে ওই এলাকায় জল নিকাশির এর জন্য ড্রেন তৈরির দাবি জানিয়েও কোনো সুরাহা হয়নি ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Rain news

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.