পত্রিকা প্রতিনিধি : অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম শহরের পূর্বপ্রান্তে বনভূমির মধ্যে ডিয়ার পার্ক বা জুলজিক্যাল গার্ডেন । কৃষ্ণসার হরিণ, ময়ূর, ভাল্লুক, হায়না, বাঁদর , চিতা, বিভিন্ন প্রজাতির সাপ সহ বন্য প্রাণীদের দেখা যায়। Jhargram, Jhargram
আরও পড়ুন- নন্দকুমার জাতীয় সড়কে গাড়ি চাপা পড়ে মৃত্যু হল এক পথচারীর
পুজোর আগে নতুন অতিথিতে ভরে উঠছে ঝাড়গ্রামের ডিয়ার পার্ক।আগামী ২রা অক্টোবর খুলছে জুওলজিকাল পার্ক। আর তার আগেই খুশির খবর পশু প্রেমীদের কাছে। ফের হর্ষিনী দুটো ছানার জন্ম দিয়েছে বলে জানা যায় পার্ক কতৃপক্ষের তরফে।রয়েছে দুটি পুরুষ চিতা, প্রথম বারের বাচ্চা মারা যাওয়ায়, এবার একটু বেশীই সাবধানী সে। কাছ ছাড়া করছে না বাচ্চা দের। খাঁচার কাছে যাওয়া নিষিদ্ধ। তবু কেউ চলে এলে হামলা চালাচ্ছে খাঁচার ওপার থেকেই। এটা ছাড়াও এই প্রথম এখানে ময়ূর বাচ্চা দিয়েছে। সে তার পাঁচ ছানা কে নিয়ে বহাল তবিয়তে ঘুড়ে বেরাচ্ছে। সম্বর, হরিন ফ্রজেনবার্ড এরাও নিজেদের ছানাকে আগলে রেখেছে। ঠান্ডার পাখি ফ্রজেন বার্ড এই গরম জায়গায় যে একসাথে আটটা ডিম ই ফুটিয়ে বড় সংসার পেতে ফেলবে সেটা ভাবতেও পারেন নি বনকর্তারা। ভরা সংসার নিয়ে দর্শকদের কাছে উপস্থিত হতে প্রস্তুত রাজ্যের বৃহত্তম চিড়িয়াখানা। পুজোর সময় এখানে ঘুড়তে আসা পর্যটক দের কাছে এক বিশেষ আকর্ষন এই পার্ক।ঝাড়গ্রাম এর ডি এফ ও বাসবরাজ হলৈচ্চ বলেন, মূলত জঙ্গলের পরিবেশ হওয়ায় এখানে প্রজননটা ভালো হচ্ছে। তার উপর লকডাউনের জন্য বাইরের লোক একদম ঢোকেনি সেটাও একটা ভালো দিক।গত ২ রা সেপ্টেম্বর চিতার বাচ্চা হয়েছে। এবার খুব নজরদারি তে রাখা হচ্ছে ওদের।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi