Death for elephant
আরও পড়ুন ঃ–ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে কেন্দ্রীয় প্রতিনিধি দল
পত্রিকা প্রতিনিধিঃ ঝাড়গ্রামে (Jhargram) পর পর হাতির হানায় মৃত্যু হল দুজনের। রবিবার কলাবনি এলাকার এক স্থানীয় বাসিন্দার, সোমবার আমলাচটি ভেষজ উদ্যানে এক বনকর্মীর। এর ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
সোমবার সকাল থেকে ৪ টি হাতি আমলাচটির ভেষজ উদ্যানে ঢুকে পড়ে। সন্ধ্যা বেলা উদ্যানের গেট খুলতে গিয়ে বিপত্তি ঘটে বনকর্মী বুদ্ধদেব শবরের(buddhadev Sabar) (৪৮)। শুঁড়ে তুলে আছাড় মারে। অন্যান্য বনকর্মীরা তাঁকে গুরুতর অবস্থায় ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করলে রাতে সেখানে মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মৃত্যুর খবর পৌঁছাতেই শোক নেমে আসে বন দফতরেও।
ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের ক্ষোভ ছিল বন দফতরের বিরুদ্ধে। তারপর এই ঘটনায় বনকর্মীদের মধ্যেও ক্ষোভ সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ করতে না চাইলেও বনকর্মীদের একাংশর দাবি, ফরেস্টের প্রতিটি বীট অফিসে তিন থেকে চারজন কর্মী নিয়ে কাজ করতে হয়। তার মধ্যে অসুস্থ ও বয়স্ক কর্মীও রয়েছেন। রাত দিন বলে কিছু নেই। সারাদিন জঙ্গল পাহারা, সাপ উদ্ধার সহ বিভিন্ন কাজ করার পর ক্লান্তি এলেও বিশ্রাম নেই। সন্ধ্যা হলে বিভিন্ন গ্রামে ঢুকে পড়ছে হাতি। গ্রাম বাঁচাতে ছুটে যেতে হচ্ছে হাতিকে জঙ্গলে ফেরত পাঠাতে। ক্লান্ত শরীরে সারাদিন পরিশ্রমের পর হাতি তাড়াতে গিয়ে অনেক সময় ঘটছে বিপদ। না গেলে গ্রামের মানুষজন চিন্তায় থাকেন হাতির হানার ভয়ে। কর্মী সংখ্যা বেশি না হওয়ায় সমস্যা বাড়ছে।
অন্যদিকে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলায় হাতির হানায় ভাঙল বাড়ি। শালবনী (Salboni) ব্লকের বিষ্ণুপুর 9Bishnupur) গ্রাম পঞ্চায়েতের ভাউদি (Bhudi) এলাকায় সোমবার রাত্রে হাতির হানায় তিনটি বাড়ি ভেঙেছে বলে স্থানীয়রা জানান। সন্ধ্যা বেলা একটি হাতি জঙ্গল ছেড়ে ওই এলাকায় ঢুকে পড়ে খাবারের খোঁজে। শান্তনু বিষই নামে এক ব্যক্তির ধানকলের ঘর ভেঙে ধান, চাল, গম খেয়ে ফেলে। ধান, গম ভাঙাতে দেওয়া মানুষজনেরও মাথায় হাত। খেয়ে সাবার করে দিয়েছে হাতি। ওই এলাকার যাদব মাহাতো সহ আরও একজনের বাড়ি ভেঙে চাল খেয়ে ফেলে। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে হাতিটিকে অন্যত্র সরানোর পাশাপাশি সরকারী নিয়মানুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Death for elephant
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore