0
পত্রিকা প্রতিনিধি : পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে খুন করার পরই গলায় দঁড়ি নিয়ে আত্মহত্যা করল স্বামী।ঘটনাটি ঘটেছে পটাশপুর থানার অমর্ষি কশবা গ্ৰামে।মৃত স্বামী অনুপ বেরা (৩২) ও স্ত্রী করুনা বেরা (২৭)।জানা গিয়েছে,বেশকয়েকদিন ধরে স্ত্রী ও স্বামীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল।তাই স্বামী আর সেই অশান্তি মেনে নিতে না পেরে কাটারি দিয়ে স্ত্রীর গলায় কোপ মারে।এরপর সে নিজে লাইলনের দড়ি নিয়ে বাড়ির কড়িকাঠে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।