0
পত্রিকা প্রতিনিধি: চোলাই মদের বিরুদ্ধে আবগারি দপ্তরের বড়সড় অভিযান ঘাটালে।শুক্রবার ঘাটাল থানার মনসুকা,হরিশপুর সহ একাধিক জায়গায় অভিযান চালায় জেলা আবগারি দপ্তর।ইতিমধ্যে ঘাটালের মনসুকা,হরিশপুর এলাকায় অভিযান চালিয়ে নষ্ট করা হয়েছে চোলাই ভাটি সহ তৈরির সরঞ্জাম।শুক্রবার ঘাটালে চোলাইয়ের বিরুদ্ধে অভিযানে খোদ জেলা আবগারি দপ্তরের সুপারিন্টেন্ডেন্ট একলব্য চক্রবর্তী।দিনভোর অভিযান চলবে,ঘাটালের পাশাপাশি দাসপুরেও অভিযান চালানো হবে চোলাইয়ের বিরুদ্ধে।ইতিমধ্যে ঘাটালের মনসুকাতে ৪৫০ লিটার চোলাই মদ ও চোলাই তৈরির জন্য ৪০০০ হাজার লিটার ওয়াশ উদ্ধার হয়েছে,হরিশপুরে চলছে অভিযান।নিয়মিত অভিযান চালানো হয় এবং এই অভিযান আরও বেশি করে চলবে বলে জানান একলব্য চক্রবর্তী।