Home » বন্ধ ডাম্পিং ইয়ার্ড ,আবর্জনার স্তূপের মুখে লজ্জা পাচ্ছে খড়গপুর শহর

বন্ধ ডাম্পিং ইয়ার্ড ,আবর্জনার স্তূপের মুখে লজ্জা পাচ্ছে খড়গপুর শহর

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: কফিন ঘিরে বিতর্কর জেরে শহরের খড়গপুর পুরসভার ডাম্পিং গ্রাউন্ড বন্ধ হয়েছে । আর তাতেই মুখ লজ্জা পেয়েছে গোটা খড়গপুর শহর শহরের বিস্তীর্ণ এলাকা আবর্জনা নোংরা রাস্তায় ঘোরাফেরা করছে । দুর্গন্ধে টেকা দায় শহরের ।খড়গপুর পৌরসভার এলাকার ইনদা, মালঞ্চা খরিদা ঝাপাটাপুর একই ছবি শুধু খড়্গপুর পুরসভার নয রেল এলাকার এইকি অবস্থা । খড়গপুর শহরে ঢোকার ও টি রোডের উপরে ইন্দায আবর্জনার স্তুপ তৈরি হয়েছে শহরে ঢুকলেই দেখতে পাবেন এই ছবি । কেন ওই ছবি কদিন আগেই খড়গপুর ডাম্পিং ইয়ার্ড কফিন কে ঘিরে উত্তেজনা ছড়ায় স্থানীয়রা । পুরসভার বিরুদ্ধে অভিযোগ আনে করুণা রোগীদের মৃতদেহ নিয়ে এসে ডাম্পিং ইয়ার্ড পুঁতে ও পুড়িয়ে দেওয়া হচ্ছে পুরসভা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ আনে । এরপর এই ডাম্পিং ইয়ার্ড কয়েকদিন ধরে মাটি খুঁড়ে তল্লাশি চালালে কোন দেহ পায়নি ওই ডাম্পিং ইয়ার্ডে অভিযোগ এনেছিলেন খোদ বিজেপির রাজ্য সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষের পাশাপাশি একই অভিযোগ এনেছেন বিরোধীদল সিপিএম চার বছর ধরে ডাম্পিং ইয়ার্ড এর নাম করে একটি জায়গা কে ঘিরে সেখানে কি কাজ চলছে তা এলাকা মানুষ বুঝতে পারছে না । তবে দুর্গন্ধের জেরে নাজেহাল হয়েছেন এলাকার মানুষেরা তাই তারা না বুঝতে পেরেই সেদিন ডাম্পিং ইয়ার্ড এ গিয়ে দেখে কফিন তাই সন্দেহে হওয়াতে ডাম্পিং ইয়ার্ড বন্ধ করে দিয়েছে ।
এদিকে খড়গপুর পুরসভার পুরপ্রধান প্রদীপ সরকার জানিয়েছেন বিরোধী দলগুলি মিথ্যে প্রচার করে নোংরা রাজনীতি করে ডাম্পিং ইয়ার্ড বন্ধ করার চেষ্টা করছেন । তৃণমূল সরকার আসার পর রাজ্য রাজ্য সরকারের কাছে কে খড়্গপুরে ডাম্পিং ইয়ার্ডের প্রস্তাব রেখেছিলেন তা মঞ্জুরী হয়েছে ইতিমধ্যে অত্যাধুনিক বেস্ট মানেজমেন্ট প্রজেক্ট কাজ শুরু হয়েছে । এলাকার বেশ কিছু যুবকরা সেখানে কাজও পাবেন দুর্গন্ধমুক্ত হবে এলাকা একটু তো সময় লাগবে । তাতেই মানুষকে ভুল বুঝিয়ে ডাম্পিং ইয়ার্ডে কে বন্ধু করিয়ে দিয়েছেন বিরোধী দলের লোকেরা আমরা মানুষের কাছে গিয়ে লিফলেট বিলি করে মানুষকে বুঝাবো এই এলাকাতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হলে তারা কি ফল পাবেন ।
প্রশাসনের সঙ্গে সর্বদলীয় বৈঠক হয় উপস্থিত থাকে তৃণমূল সিপিএম ও বিজেপির প্রতিনিধিরাও কিন্তু দুর্গন্ধ মুক্ত শহর কবে হয়ে উঠবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে ।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.