Home » নয়াচরে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে মৎস্যমন্ত্রী অখিল গিরি

নয়াচরে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে মৎস্যমন্ত্রী অখিল গিরি

by Biplabi Sabyasachi
0 comments

Fisheries

আরও পড়ুন ঃলিফলেট দিয়ে ‘ ফতোয়া জারি’!দেবের গ্রামেই কার্যত সামাজিক বয়কটের শিকার বিরোধী কর্মী-সমর্থকেরা

পত্রিকা প্রতিনিধিঃ ক্ষতিগ্রস্ত নয়াচরে (Narachara)ত্রাণ নিয়ে সাহায্যের হাত বাড়াতে এলেন রাজ্য মৎস্য মন্ত্রী (Fisheries Minister)অখিল গিরি(Akhil Giri) এর সঙ্গে জেলা তৃণমূল(Trinamool) যুব কংগ্রেস সহ-সভাপতি আজগর আলী (পল্টু )। প্রায় পাঁচ শতাধিক মানুষের হাতে আজকের ত্রাণ তুলে দিলেন মন্ত্রী অখিল গিরি। প্রসঙ্গত ২৬ মে যশ ও বুদ্ধ পূর্ণিমা জলোচ্ছ্বাসে পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলার বিভিন্ন জায়গায় প্লাবিত হয়েছে সেই সকল জায়গায় পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস সহ সভাপতি আজগর আলি পল্টু নেতৃত্বে কুকড়াহাটি অঞ্চল হলদিয়া পৌরসভা ২১,২২ এবং ৭ নম্বর ওয়ার্ডে শুকনো ও রান্না করা খাবার পৌঁছে দেওয়ার ক্যাম্প চলছে।

চিত্র- শুভম সিং

নয়াচর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রায় এক হাজার মানুষের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলেন। আজ রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি (Akhil Giri) খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন এবং মা মাটি মানুষের সরকারের পক্ষ থেকে বার্তা দিলেন তিনি বললেন তৃণমূল কংগ্রেস মা মাটি সরকার সর্বদা মানুষের পাশে বিপদে-আপদে সবসময় ছিল আছে আগামী দিনে ও থাকবে। হলদিয়া (Haldia) থানার অন্তর্গত নয়াচর ক্ষতিগ্রস্ত পরিবারদের কথোপকথন করেন উনাদের আবেদন মন্ত্রী শুনলেন এবং উনাদের আবেদন সরকারের কাছে যথারীতি ভাবে পৌঁছে দেওয়ার কথা বললেন।

Advertisement
ADVERTISEMENT

৩রা জুন থেকে ১৮ই জুন মাননীয় মুখ্যমন্ত্রীর (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ঘোষণা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারি নিয়ম অনুযায়ী ফরম ফিলাপ করা। যশ ও বুদ্ধ পূর্ণিমার জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মানুষ যাতে সঠিক সময়ে আবেদনের সুযোগ পায় তার জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় ফরম ফিলাপের ক্যাম্পিং ব্যবস্থা করবেন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Fisheries

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.