Fatwa
আরও পড়ুন ঃ–নয়াচরে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে মৎস্যমন্ত্রী অখিল গিরি
পত্রিকা প্রতিনিধি: ঘাটালের সাংসদ দেবের গ্রামে ফতোয়া জারি। বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের ফের ১ মাসের মাথায় রাজনৈতিক প্রতিহিংসার প্রমাণ দিল কেশপুরের মহিষদা গ্রাম।যা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের সামাজিক বয়কটের ডাক দিয়ে গ্রামে গিয়ে লিফলেট বিলি শুরু হয়েছে সেটিতে গ্রামের বিজেপি (BJP) সমর্থিত ১৮ জনের একটি তালিকা রয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ আবার সিপিএম (CPM) থেকে আসা বিজেপি (BJP) কর্মী। গ্রামের প্রতিটি দোকানে এমনকি চায়ের দোকানেও জানিয়ে দেওয়া হয়েছে যদি এই আঠারো জন ও তাদের পরিবারকে মালপত্র বিক্রি বা অন্য কোনোরকম সাহায্য করা হয় তাহলে দলের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।
শুক্রবার কেশপুর ব্লকের দশ নম্বর অঞ্চলের অন্তর্গত মহিষা গ্রামে বিজেপি কর্মীদের বয়কট নিয়ে পোস্টার কেট দিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । এই এই ঘটনার পরেই স্তম্ভিত হয়ে পড়েন গ্রামবাসীরা।এমনকি ভয়ে মুখ খুলছেন না সামাজিক বয়কটের শিকার হওয়া আঠারো টি পরিবারের সদস্যরাও।
কেশপুরের দাপুটে বিজেপি নেতা তন্ময় ঘোষ বলেন আজ ওরা ক্ষমতায় আছে কাল অন্য কেউ আসবে।আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।তৃণমূল অবশ্য পুরো বিষয়টি অস্বীকার করে জানিয়েছে সমস্তটাই বিজেপির চক্রান্ত ।সাংসদ দেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি সকাল থেকে নিজে ফোন করে খোঁজ করেছি ঘটনার সঙ্গে আমাদের দলের কর্মীরা যুক্ত কিনা, যদি হয় তাহলে তাঁদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Fatwa
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore