Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the soledad domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home2/biplazzh/public_html/wp-includes/functions.php on line 6121
আগামীকাল পুর্ব মেদিনীপুরে ৯টি আসনে নির্বাচন Elections
Home » আগামীকাল পুর্ব মেদিনীপুরে ৯টি আসনে নির্বাচন, জানুন ভোটার সংখ্যা

আগামীকাল পুর্ব মেদিনীপুরে ৯টি আসনে নির্বাচন, জানুন ভোটার সংখ্যা

by Biplabi Sabyasachi
0 comments

Elections

আরও পড়ুন ঃদ্বিতীয় দফা নির্বাচনের আগে হলদিয়া মহকুমা পুলিশ মহলে রদবদল

পত্রিকা প্রতিনিধিঃ রাত পোহালেই এরাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজ্যের ২৯৪ টি আসনের মধ্যে ৩০টি আসনে আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট গ্রহন। প্রসঙ্গত, প্রথম দফায় অর্থাৎ গত ২৭ মার্চ পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি আসনের মধ্যে কাঁথি ও এগরা মহকুমার ৭টি আসনে নির্বাচন হয়েছিল। এবার তমলুক ও হলদিয়া মহকুমার বাকি ৯ টি আসনে ভোট গ্রহন করা হবে।

তার মধ্যে থাকছে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। তবে জেলার এই দ্বিতীয় পর্যয়ের ৯ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে পশ্চিম পাঁশকুড়া কেন্দ্রের ভোটার সবচেয়ে বেশী। এখানে ভোটার সংখ্যা ২৭৪০৯২ জন।আর সবচেয়ে কম ভোটার পুর্ব পাঁশকুড়ায়। এখানকার ভোটার সংখ্যা ২৩৬৩০৬ জন ।

এক নজরে দেখুন পূর্ব মেদিনীপুরের ৯টি কেন্দ্র —

  • ২০৩- তমলুক – মোট ভোট গ্রহন কেন্দ্র – ৩৮২ টি (প্রধান বুথ – ২৮৮টি,সহকারী বুথ ৯৪টি), ভোটার – ২৬৬৫৫৩ জন (মহিলা – ১৩০২৪২ পুরুষ- ১৩৬৩০৩ জন, তৃতীয় লিঙ্গ – ৮ ) পোস্টাল ব্যালট ৩২৮ ( পুরুষ – ৩১৫,মহিলা ১৩) , মোট ভোটার ২৬৬৮৮১ জন ।
  • ২০৪- পাঁশকুড়া পূর্ব – মোট ভোট গ্রহন কেন্দ্র – ৩৩০ টি (প্রধান বুথ – ২৫৬টি,সহকারী বুথ ৭৪টি), ভোটার – ২৩৬১৩৯ জন (মহিলা – ১১৪৫৪৪ জন পুরুষ- ১২১৫৯২ জন, তৃতীয় লিঙ্গ – ৩ ) পোস্টাল ব্যালট ১৬৭ ( পুরুষ – ১৬৩ ,মহিলা ৪) , মোট ভোটার ২৩৬৩০৬ জন ।
  • ২০৫- পাঁশকুড়া পশ্চিম – মোট ভোট গ্রহন কেন্দ্র – ৩৮০ টি (প্রধান বুথ – ২৯৯টি,সহকারী বুথ ৮১টি), ভোটার – ২৭৩৫৯৭ জন (মহিলা – ১৩৩০৪৩ জন পুরুষ- ১৪০৫৪৩ জন, তৃতীয় লিঙ্গ – ১১ ) পোস্টাল ব্যালট ৪৯৫ ( পুরুষ – ৪৮০ ,মহিলা ১৫) , মোট ভোটার ২৭৪০৯২ জন

  • ২০৬- ময়না – মোট ভোট গ্রহন কেন্দ্র – ৩৬০ টি (প্রধান বুথ – ২৭৬টি,সহকারী বুথ ৮৪টি), ভোটার – ২৫৪৫৯৬ জন (মহিলা – ১২২৪৫৮ জন পুরুষ- ১৩২১৩৪ জন, তৃতীয় লিঙ্গ – ৪ ) পোস্টাল ব্যালট ৫৬৮ ( পুরুষ – ৫৫৬ ,মহিলা ১২) , মোট ভোটার ২৫৫১৬৪ জন ।
  • ২০৭- নন্দকুমার– মোট ভোট গ্রহন কেন্দ্র – ৩৫৪ টি (প্রধান বুথ – ২৬৮টি,সহকারী বুথ ৮৬টি), ভোটার – ২৫৩৫৩১ জন (মহিলা – ১২২৭১৫ জন পুরুষ- ১৩০৮১২ জন, তৃতীয় লিঙ্গ – ৫ ) পোস্টাল ব্যালট ২৯৮ ( পুরুষ – ২৮৮ ,মহিলা ১০) , মোট ভোটার ২৫৩৮২৯জন ।
  • ২০৮- মহিষাদল– মোট ভোট গ্রহন কেন্দ্র – ৩৪৬ টি (প্রধান বুথ – ২৬৪টি,সহকারী বুথ ৮২টি), ভোটার – ২৪৫০১১ জন (মহিলা – ১১৯৬৬৯ জন পুরুষ- ১২৫৩৩৮ জন, তৃতীয় লিঙ্গ – ৪ ) পোস্টাল ব্যালট ২৫৫ ( পুরুষ – ২৪৭ ,মহিলা ৮) , মোট ভোটার ২৪৫২৬৬ জন ।
  • ২০৯- হলদিয়া (তফসিলি) – মোট ভোট গ্রহন কেন্দ্র – ৩৫৮টি (প্রধান বুথ – ২৬১টি,সহকারী বুথ ৯৭টি), ভোটার – ২৫০৮৫৭ জন (মহিলা – ১২১৬৫৭ জন পুরুষ- ১২৯১৫৯ জন, তৃতীয় লিঙ্গ – ৫ ) পোস্টাল ব্যালট ১৯৪ ( পুরুষ – ১৮৭ ,মহিলা ৭ ) , মোট ভোটার ২৫১০৫১ জন ।
  • ২১০- নন্দীগ্রাম – মোট ভোট গ্রহন কেন্দ্র – ৩৫৫টি (প্রধান বুথ – ২৭৮টি,সহকারী বুথ ৭৭টি), ভোটার – ২৫৭১৫৬ জন (মহিলা – ১২৩৮৯৮ জন পুরুষ- ১৩৩২৫৭ জন, তৃতীয় লিঙ্গ – ১ ) পোস্টাল ব্যালট ৮৪৩ ( পুরুষ – ৮২৮ ,মহিলা ১৫ ) , মোট ভোটার ২৫৭৯৯৯ জন ।

  • ২১১- চন্ডিপুর– মোট ভোট গ্রহন কেন্দ্র – ৩৪৫ টি (প্রধান বুথ – ২৫৪টি,সহকারী বুথ ৯১টি), ভোটার – ২৪৫৩১২ জন (মহিলা – ১১৮৩৬২ জন পুরুষ- ১২৬৯৫০ জন, তৃতীয় লিঙ্গ – ০ ) পোস্টাল ব্যালট ৪৬৩ ( পুরুষ – ৪৪৭ ,মহিলা ১৬) , মোট ভোটার ২৪৫৭৭৫জন ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Elections

Elections

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.