Home » নেচার ইনডেক্স গবেষণার তালিকায় ভারতে সেরা দশে IIT খড়্গপুর, ৬৮ তম স্থানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স গবেষণার তালিকায় ভারতে সেরা দশে IIT খড়্গপুর, ৬৮ তম স্থানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

by Biplabi Sabyasachi
0 comments

Vidyasagar University

আরও পড়ুন ঃগবেষণায় বাজিমাত, জাতীয় স্তরে নয়া রেকর্ড গড়ল মেদিনীপুর কলেজ

পত্রিকা প্রতিনিধি: ফের অভানবনীয় সাফল্য পেল রাজ্যের প্রান্তিক এলাকা জঙ্গলমহলের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। দেশব্যাপী নেচার সূচী (Narure Index) এর র‌্যাঙ্কিংয়ে চলতি বছরে প্রথম ১০০ এর মধ্যে রয়েছে রাজ্যের ৯ টি বিশ্ববিদ্যালয়।

২০২১ এর র‌্যাঙ্কিং অনুসারে আই আই টি (খড়্গপুর) (IIT-KHARAGPUR),যাদবপুর বিশ্ববিদ্যালয় (JADAVPUR UNIVERSITY) , কলকাতা বিশ্ববিদ্যালয় (uNIVERSITY OF CALCUTTA) , বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (BISWABHARATI UNIVERSITY), বর্ধমান বিশ্ববিদ্যালয় (BURDWAN UNIVERSITY) , প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (PRESIDENCY UNIVERSITY) ,কল্যাণী বিশ্ববিদ্যালয় (KALYANI UNIVERSITY), বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (VIDYASAGAR UNIVERSITY), মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় (প্রযুক্তি) (MAULANA ABUL KALAM AZAD UNIVERSITY) যথাক্রমে ১০ তম ,২২ তম, ২৩ তম, ২৫ তম, ৪৪ তম, ৪৯ তম, ৬১ তম, ৬৮ তম ও ৭৪ তম স্থান অর্জন করেছে ।

মেধা ও কৃতিত্বের মাপকাঠিতে জাতীয় র‌্যাঙ্কিংয়ে স্থান পেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের খুব বড় সাফল্য।আমি আমার সকল অধ্যাপক , কর্মচারী, আধিকারিক, গবেষক ও বন্ধুদের অভিনন্দন জানাই ।এবং ধন্যবাদ জানাই পশ্চিম বাংলার উচ্চ শিক্ষা দপ্তর ও মাননীয় শিক্ষা মন্ত্রীকে।সার্বিক ভাবে পশ্চিম বাংলার রাজ্য বিশ্ববিদ্যালয় গুলির ফলাফল খুবই প্রশংসিত হয়েছে এবং বাংলা উচ্চ শিক্ষার ক্ষেত্রে দেশের মধ্যে অনেক এগিয়ে। এই কৃতিত্বকে আমি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব হিসাবে দেখতে চাই।”

Advertisement
Advertisement

শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষণা নিবন্ধ তথা ৮২ টি উচ্চমানের বিজ্ঞান জার্নালের উপর ভিত্তি করে প্রতি বছরই দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করে নেচার ইনডেক্স । জাতীয় গবেষণা সংস্থা শহরের গর্বের শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কেই এগিয়ে আনল। অন্যদিকে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রথমে রয়েছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স (Indian Instutte of science) ,দ্বিতীয়ে হোমি ভাবনা ন্যাশানাল ইন্সটিটিউট (homi Bhabna National Institute), ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (মুম্বাই) (indian institute of technology, Mumbai)।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Vidyasagar University

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.