0
পত্রিকা প্রতিনিধি: ফের মেদিনীপুর শহরের সরকারি বাস ডিপোতে করোনার থাবা। কিছুদিন আগেই শহরের এস বি এস টি সি বাস ডিপোতে এক কন্ডাক্টরের শরীরে করোনার সংক্রমণ মেলায় ওই জায়গাকে ঘিরে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়।আবার নতুন করে সংক্রমিত হয়েছেন কলকাতার রুটের ৩ বাস চালক।এরা হলেন ঝাড়গ্রামের (৩১) ললিতাসোলের ১জন, বছর ২৯ এর গড়বেতার কদমবালি গ্রামের ১ যুবক ও লালগড়ের খাতাপুরি গ্রামের ৩৯ বছরের ১ ব্যক্তি। কিছুদিন আগেই এদের শরীরে করোনার বিভিন্ন উপসর্গ দেখা যাওয়ায় তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হয় ।শনিবার রাতেই এই ৩ বাস চালকের করোনা রিপোর্ট পজিটিভ আসে।স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় এই তিনজন বাসচালক মেদিনীপুরের আবাসনেই থাকতেন ।শনিবার রাতেই তাদের মেদিনীপুর কোভিড হাসপাতলে স্থানান্তরিত করা হয়।