TMC
আরও পড়ুন ঃ–লালগড়ে পুলিশি বাধার মুখে বিজেপি নেতা শুভেন্দু
পত্রিকা প্রতিনিধিঃ নির্বাচনের মুখে আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর । মঙ্গলবার সকালে খেজুরি বিধানসভার তৃণমূল প্রার্থী ডঃ পার্থপ্রতিম দাসের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খেজুরি থানার বিধানসভার বীরবন্দ এলাকায়। যদিও তৃণমূলের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। তবে ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে তৃণমূল কর্মীরা। এরপর বিজেপি ও তৃণমূল কর্মীদের হাতাহাতি শুরু হয়ে যায়। আর এই ঘটনার খবর পেয়ে খেজুরি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশপাশি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ বলে জানা যায়।
এই ঘটনা প্রসঙ্গে খেজুরি বিধানসভার তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম দাস বলেন, মঙ্গলবার সকালে নির্বাচনী প্রচারে টোটো করে খেজুরি বীরবন্দ এলাকায় বেরিয়ে ছিলাম। তখনই বিজেপি আশ্রিত কিছু দৃষ্কৃতী আমার গাড়িতে হামলা চালায়। গাড়ির কাঁচ ভেঙে দেয়। পুরো বিষয়টি পুলিশকে জানিয়েছি।
যদিও তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করে কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক তাপস দোলুই বলেন, তৃণমূল কর্মীরা প্রচারের সময় বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কটুক্তি করেন। তখন আমরা প্রতিবাদ করলে তৃণমূল কর্মীরা আগে তেড়ে আসে। ওরা নিজেরাই গাড়ি ভেঙে বিজেপির ওপর দোষ চাপাচ্ছে। তাছাড়া খেজুরী সহ একাধিক এলাকায় ওদের পায়ের তলার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা। এই ঘটনার সঙ্গে বিজেপি কোনভাবেই যুক্ত নয়। তবে এই ঘটনায় পুলিশ ৩ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর,ওই এলাকায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। ইতিমধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। তবে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
TMC
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore