Home » পাঁশকুড়ায় প্রশাসনের তরফে পূজো কমিটিদের নিয়ে জরুরী বৈঠক

পাঁশকুড়ায় প্রশাসনের তরফে পূজো কমিটিদের নিয়ে জরুরী বৈঠক

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্টপূজো দূর্গোৎসব।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শনিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বিডিও অফিসে প্রশাসনের তরফ থেকে একটি জরুরি বৈঠক করা হয়।প্রতি বছরই দূর্গাপূজোর প্রাক মহূর্তে সরকারি তরফে বৈঠক করা হয় কিন্তু এ বছর করোনা পরিস্থিতিকে মাথায় রেখে পূজো উদ্যোক্তাদের বেশকিছু সরকারী নিয়মবিধি ও সরকারী অনুমতির বিষয় জানানো হয়। Panskura, panskura, panskura

আরও পড়ুন- হলদিয়ায় মাটির তলা থেকে বেরিয়ে আসা গ্যাসের নমুনা সংগ্রহ করলেন হলদিয়া রিফাইনারি

পাঁশকুড়ায় প্রশাসনের তরফে পূজো কমিটিদের নিয়ে জরুরী বৈঠক

বিশেষকরে বিদ্যুৎ দফতর,দমকল দপ্তর,বিডিও থেকে থানা সহ বিভিন্ন অনুমতির প্রয়োজন হয়। এবছর পূজো উদ্যোক্তাদের কি কি নিয়মবিধি পালন করতে হবে,অনলাইন পারমিশন কিভাবে করতে হবে বা করোনা আবহে পূজো উদ্যোক্তাদের প্যান্ডেল সহ দর্শনার্থীদের কিভাবে মন্ডপে প্রবেশ করতে হবে,এই সমস্ত বিষয় নিয়ে বৈঠকের ডাক দেওয়া হয়েছিল।পাঁশকুড়া ব্লকের সমস্ত পূজো কমিটির সদস্যরা এদিনের এই জরুরী বৈঠকে উপস্থিত ছিলেন।এছাড়া উপস্থিত ছিলেন পাঁশকুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি অজয় কুমার মিশ্র,পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক,পাঁশকুড়া পৌরসভার পুরপ্রশাশক নন্দ কুমার মিশ্র,ভাইস চেয়ারম্যান সইদুল ইসলাম খান , জয়েন্ট বিডিও হাসনাদ আলী সহ বিশিষ্টজনেরা।পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক বলেন -“করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আজকে আমাদের প্রশাশনের তরফে জরুরী বৈঠক।মূলত পাঁশকুড়ার সমস্ত পূজো কমিটিকে একটি গাইডলাইন দিয়েছি এবং সেটিকে মেনেই ওনাদের পূজো করতে হবে।কেভিড দিকে লক্ষ রেখে প্রতিটি পূজো কমিটিকে খোলা প‍্যান্ডেল করতে হবে।কোনো স্টল বা মেলা বসানো যাবে না।মূলত ভীড়কে এড়িয়ে চলতে হবে।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.