Protest
আরও পড়ুন ঃ–জোড়া মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীতে
পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার কেশপুর পঞ্চায়েত সমিতির (Keshpur Panchayet Samity) সভাপতির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিক্ষোভকারীরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বলেই এলাকায় পরিচিত। তাদের অভিযোগ, সরকারী সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছে সাধারণ মানুষের কাছ থেকে। এমনকি চাকরি দিবে বলেও লক্ষ লক্ষ টাকা নিয়েছে সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত (Subhra Dey Sengupta)। এমনই অভিযোগ তুলে কেশপুর ব্লকের (Kespur BlocK) ৯ নম্বর অঞ্চলের আনন্দপুরে (Anandapur) তার বাড়ি ঘিরে প্রবল বিক্ষোভ দেখায়। যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত গোটা ঘটনার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় আনন্দপুর থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের একাংশ বিষয়টিকে শিউলি-শুভ্রার (Siuli-Subhra) দ্বন্দ্ব হিসেবেই দেখছেন। সভাপতি পদ থেকে শুভ্রাকে সরানোর চেষ্টা শিউলি অনুগামীরা করছেন বলেও অভিযোগ। প্রতিমন্ত্রী শিউলি সাহার (Siuli Saha) অভিযোগ ছিল, গত বিধানসভা নির্বাচনে তাঁর হয়ে প্রচার করেনি শুভ্রা। এমনকি তাঁকে হারানোর জন্য বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিল। তাঁর বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ শিউলির। শুভ্রার দাবি ছিল, ব্যক্তিগত স্বার্থান্বেষীদের ষড়যন্ত্র। দুজনের দ্বন্দ্ব প্রকাশ্যে। তারপরও সোমবারের ঘটনা নিয়ে নতুন করে দ্বন্দ্ব দেখছেন স্থানীয়রা।
সূত্রের খবর, এদিন তৃণমূলের নেতাদের নির্দেশেই নাকি সভাপতির বাড়িতে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূলেরই কর্মী সমর্থকরা। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে শুভ্রা দে সেনগুপ্ত তিন লক্ষ টাকা নিয়েছে বলেও অভিযোগ করেন আনন্দপুরের হেটলাপাড়ার বাসিন্দা দেবাশীষ চৌধুরী (Debasish Chpidhury)। তিনি বলেন, শুভ্রা আমার বান্ধবী। সেই সূত্রে আমার স্ত্রীর চাকরি করে দিবে তিন লক্ষ টাকা দিই। এক বছর হয়ে গেলেও চাকরি না হওয়ায় ক্ষোভ দেখালে এক লক্ষ আশি হাজার টাকা ফেরত দেয়। বাকি এক লক্ষ কুড়ি হাজার টাকা এখনও দেয় নি। পুরো বিষয়টি জানিয়ে অঞ্চল সভাপতির মাধ্যমে একটি চিঠি প্রতিমন্ত্রী শিউলি সাহাকে দিয়েছেন বলে জানান তিনি। বিক্ষোভকারীদের অভিযোগ, এরকম অনেকেরই কাছ থেকে টাকা নিয়েছেন শুভ্রা দে সেনগুপ্ত।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Protest
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore