Covid Ambulance
আরও পড়ুন ঃ-‘যশ’ (Yass) বিধ্বস্ত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এগরা ও পাঁশকুড়ায় কয়েক হাজার বাদাম চাষি
আরও পড়ুন ঃ–হলদিয়া বি সি রায় হাসপাতালে খুলল কোভিড ইউনিট, উদ্বোধন করলেন লক্ষণ শেঠ
আরও পড়ুন ঃ–খেজুরিতে মায়ের হাতে খুন শিশু কন্যা , চাঞ্চল্য এলাকায়
পত্রিকা প্রতিনিধিঃ করোনা (Covid) আক্রান্ত রোগীকে আনতে এসে আচমকাই বিপাকে পড়ল অ্যাম্বুলেন্স (Ambulance) চালক। বুধবার ঘটনাটি ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা (Debra) ব্লকে আষাড়ি এলাকায়। জানা গিয়েছে, ডেবরা (Debra) ব্লকের ১১/১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দ্বারপাড়া থেকে খাসবাজার পযর্ন্ত মোরাম রাস্তাটি বেহাল অবস্থার জন্য বুধবার বারবারা থেকে এক করোনা আক্রান্ত রোগীকে নিয়ে আসার সময় রাস্তার খানা গর্তের মধ্যে হঠাৎই আটকে যায়। এরপর অ্যাম্বুলেন্স (Ambulance) চালক বেশ কিছুক্ষন প্রচেষ্টা চালালেও অ্যাম্বুলেন্সটিকে গর্ত থেকে তুলতে পারেনি। তবে করোনা আক্রান্ত রোগীর অ্যাম্বুলেন্স (Ambulance) থাকার কারণে প্রথমে স্থানীয় এলাকার মানুষজন সাহায্য করতে এগিয়ে না আসলে ও বেশ কিছুক্ষণ পর এলাকার কয়েকজন যুবকের তৎপরতায় গাড়িটিকে ঠেলে কোন রকমে গর্ত থেকে তুলে দেওয়া হয়। এরপরে করোনা আক্রান্ত রোগীকে ডেবরা (Debra) সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তাটিকে পুনর্নির্মাণের জন্য প্রশাসনের কাছে বারবার অভিযোগ করলেও প্রশাসন তার জন্য কোন পদক্ষেপ নেননি। তাই প্রতিনিয়ত ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা। তবে যেকোনো মুহূর্তেই বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছে এই এলাকার বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Covid Ambulance
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore