0
পত্রিকা প্রতিনিধি: অজানা জলজ প্রাণীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার খেপুত দক্ষিণবাড় এলাকার গোমরাই ক্যানেলের নিকট।জানাযায় শনিবার বারোটা নাগাদ হঠাৎ এলাকাবাসীরা দেখেন এক ডলফিন জাতীয় প্রাণী এসে আটকে রয়েছে এক ক্যানেলের নিকট। স্থানীয়রা সেটিকে ডলফিন ভেবে উদ্ধার করার পর জানতে পারে প্রাণীটি মৃত। স্থানীয়দের প্রাথমিক অনুমান রূপনারায়ণের জোয়ারের জলে প্রাণীটির চলে এসেছে। কি কারনে প্রাণীটির মৃত্যু হল তা নিয়ে এলাকাবাসীরা ধোঁয়াশায়। স্থানীয়রা জানায় এটি শুশুক জাতীয় এক ধরনের প্রাণী। মৃত জলজ প্রাণী টি দেখতে ভিড় জমিয়েছে এলাকাবাসীরা।