1
পত্রিকা প্রতিনিধি : দিন কয়েক পর মেয়ের বিয়ে ছিল।সেইমত সব প্রস্তুতি নিচ্ছিলেন প্রবোধ শিট।মঙ্গলবার বিকেলে কেশিয়াড়ি থানার হরিপুরা থেকে দাঁতনের কেশরম্ভা তে বিয়ের ডাক দিতে এসেছিলেন।বিয়ের চিঠি দিয়ে ফেরার পথে ৬০ নং জাতীয় সড়কে দ্রুত গতিতে আসা বেলদা গামী পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির।আহত অপর এক ব্যক্তি।ঘটনা দাঁতন থানার মনোহরপুরের।মৃতের নাম প্রবোধ শিট(৫০)।আহত অপর একজন।জাতীয় সড়ক অ্যাম্বুলেন্সে আহত অপর একজন পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।দূর্ঘটনার পর জাতীয় সড়কে কিছুক্ষনের জন্য জানজটের সৃষ্টি হয়।ঘটনাস্থলে দাঁতন থানার পুলিশ এসে যান নিয়ন্ত্রনে আনে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাবে।এদিকে কনের বাবার মৃত্যু ঘিরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।