পত্রিকা প্রতিনিধি : করোনায় আক্রান্ত হওয়ার পর মৃত্যু এক বৃদ্ধের।দাঁতন ২ ব্লকে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু ।পরিবারের দাবি হার্ট অ্যাটাকে মৃত ওই ব্যক্তি।বেশ কয়েকদিন ধরে জ্বর না কাটায় স্বাস্থ্যদপ্তরের নির্দেশ মতো দাঁতন ২ ব্লকের পানিথুপিয়া গ্রামের এক পরিবারের আট জনের নমুনা সংগ্রহ হয় খন্ডরুই গ্রামীন হাসপাতালে।বুধবার রিপোর্ট পজিটিভ এলে তাদের চারজন কে নিয়ে যাওয়া হয় শালবনী হাসপাতালে।হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় ৯২ বছরের করোনা আক্রান্তের।যা স্বভাবতই চাঞ্চল্য সৃষ্টি করেছে এলাকায়।যদিও পরিবারের বাকি চারজনের রিপোর্ট নেগেটিভ।পরিবারের দাবি দীর্ঘদিন হৃদপিণ্ডের সমস্যায় ভুগছিলেন ওই বৃদ্ধ।পরে বেশ কয়েকদিন জ্বর না কাটায় করোনা পরিক্ষা হলে পজিটিভ আসে।এদিকে হার্ট অ্যাটাকে মৃত্যু স্রেফ দাবি পরিবারের।হোম আইসোলেশনে রাখার চিন্তাভাবনা ছিল পরিবারের।তবে করোনা হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু।পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য।
0