পত্রিকা প্রতিনিধি : দাঁতনে তৃণমূল বিজেপির সংঘর্ষে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওই সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে ।মৃত যুবকের নাম পবন জানা। সংঘর্ষে আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত দুদিন ধরেই দাঁতনের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বিতরণ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল ।তার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। জখম যুবককে প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পবন জানার অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয় ।বিজেপির দাবি পবন জানা তাদের দলের কর্মী । অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানিয়েছেন বিজেপির লোকজন গায়ের জোর দেখিয়ে তৃণমূলের কর্মীদের উপর হামলা চালায় তাতে তৃণমূলের কয়েকজন জখম হয়েছেন । এদিকে সংঘর্ষের ঘটনায় শুনেই পুলিশ ঘটনাস্থলে যায় নিয়ন্ত্রণ করতে এলাকায় বিশাল পুলিশ বসানো হয়। দুই দলের সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় এখন কার্যত পুরুষশূন্য।
0
previous post