পত্রিকা প্রতিনিধি : ক্রমেই ভয়ংকর আকার নিচ্ছে করোনা ভাইরাস। চিন থেকে মারাত্মক করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাদ পড়েনি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাদ পড়েনি ঝাড়গ্রাম জেলাও। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলায় গোপীবল্লভপুর থানার আমর্দা ২নং অঞ্চলের আমর্দা গ্রামে মাস্ক পরার, স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার, সামাজিক দূরত্ব বজায় রাখার সাথে সাথে ডেঙ্গু নিয়ে গ্রামের মানুষদের সচেতন করলো গোপীবল্লভপুর থানা। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানার এস আই তরুণ কুমার দে। আমর্দা গ্রামের বাসিন্দা দেবাশীস গরাই বলেন, পুলিশের এহেন উদ্যোগ কে সাধুবাদ জানাই। এলাকার মানুষের কথা ভেবে পুলিশ প্রশাসন যেভাবে করোনা পরিস্থিতে দিনের পর দিন লড়াই করে চলেছে তা সত্তিই অপ্রশংসনীয়।
0