পত্রিকা প্রতিনিধি : জেলা স্বাস্থ্য দফতরের (আর.টি.পি.সি.আর.-১০৩ জন , অ্যন্টিজেন- ৭৪ জন ও ট্রুনেট – ৭ জন) রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপির জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮৪ জন। ২৫ সেপ্টেম্বরের রাতের রিপোর্ট অনুযায়ী জেলায় মোট এখনো পর্যন্ত চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ১৫৬০ জন (মোট ৯১৫৪ জন)। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ১৪০। গত ২ দিনে (২৪ ও ২৫ সেপ্টেম্বর) থেকে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। Covid-19, covid-19,
আরও পড়ুন- নয়া আতঙ্কের অাঁতুড়ঘর বেলদা গ্রামীন হাসপাতাল, বাইরে আবর্জনা,ভেতরে অ্যান্টিজেন টেস্টে ব্যবহৃত কিটের ছড়াছড়ি
মেদিনীপুর শহর ও শহরতলিতে মোট ১৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।রেলশহর খড়্গপুরে আক্রান্ত হয়েছেন ২৪ জন। এছাড়াও ডেবরা, চন্দ্রকোণা, বেলদা, সবং, গড়বেতা, ক্ষীরপাই, শালবনী ও দাঁতনেও করোনা আক্রান্তের হদিশ মেলে।মেদিনীপুর শহরের রাঙামাটি,পুলিশ লাইন, নজরগঞ্জ ও শহরতলিতে গুড়গুড়িপাল সহ বিভিন্ন এলাকায় মোট ১৫জনের শরীরে করোনার সংক্রমণ ঘটে। খড়্গপুরে সভাষপল্লী ,ভগবানপপুর, হিজলী,পুরাতনবাজার সহ রেলের ১৪ জন আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।তাঁরা নিউ সেটেলমেন্ট, বুলবুলচটি, ওল্ড সেটেলমেন্ট,সারদাপল্লী সহ খড়্গপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা যায়।ডেবরার চককুমার(একই পরিবারের ৩ জন), হরিহরপুর, লোয়াদা, কালুয়া আকুব সহ রাধামোহনপুরে ৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।চন্দ্রকোণার মিত্রসেনপুর ও খিরকি বাজার সহ চন্দ্রকোণারোডের অধীনে সাতবা্ঁকুড়ায় মোট ৩ জন করোনায় আক্রান্ত হন। গড়বেতার পিয়াসাল, শ্যামনগর (দেউলি), লেধাকামার, ফতেসিংপুর, তালড্যাংরা সহ বিভিন্ন এলাকায় মোট ১৩জন আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। চন্দ্রকোণা থানার অধীনে শ্রীনগর ,কাশিগঞ্জ ,ভবানিপুর, অমরাপাট সহ বিভিন্ন এলাকায় মোট ৬জন আক্রান্তের হদিশ মেলে।দাঁতনের মনোহরপুর, শালিকোঠা, তারারুই , উত্তর রায়বাড় সহ বিভিন্ন এলাকায় ৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।দাসপুরের শ্রীরামপুর, শ্রীপুর, বেলিয়াঘাটা এলাকায় মোট জন আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi