2
পত্রিকা প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে।১৪ জন করোনা রুগী বড়মা করোনা হাসপাতাল থেকে সোমবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।কয়েক দিন আগে ৪৭ জন করোনা রোগীকে সুস্থ করে নজির গড়ে এই হাসপাতাল।আজ আরো 14জন সুস্থতার খবরে ফের হাসি ফুটেছে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মুখে।জানা গিয়েছে,এই ১৪ জনের মধ্যে ৭ জন শহীদ মাতঙ্গিনী ১ জন কোলাঘাট, ১জন পাঁশকুড়া,১জন চন্ডীপুর,১ জন মহিষাদলের বাসিন্দা। ও একজন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা।আজ এই ১৪ জন করোনা রুগীর সুস্থতার খবর পেয়ে কিছুটা স্বস্তির নিঃশাষ ফেলছে দুই মেদিনীপুর।