পত্রিকা প্রতিনিধি : পরিযায়ী শ্রমিকরা আসতেই বাংলায় বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরে জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির এলাকায় দেউলপোতা ব্লকে নতুন করে ৩ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে।
জানা যাচ্ছে, আক্রান্ত ঐ ব্যবসায়ী দেউলপোতা অঞ্চল কাপড়, মুদি এবং হার্ডওয়ারের দোকান রয়েছে। এবং একজন গৌরাঙ্গ ধামে সেবিকা। তিনজনের বাড়ি বাড় বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। সেবিকার স্বামী বাইরে থাকতেন তিনি বাড়ি ফিরে এসেছেন। উনার স্বামী নেগেটিভ।কিন্তু উনি গৌরাঙ্গ ধামে নাম কীর্তন করার জন্য এসেছিলেন। ২৫ শে জুন দেউলপোতা অঞ্চল স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বাজারের এলাকা সকালে লালা রস পরীক্ষা করা হয় ২৯ শে জুন রাত্রে তাদের পরীক্ষার রিপোর্ট আছে তৎক্ষণাৎ সুতাহাটা থানার পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে ওদেরকে বড় মা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভবানীপুর থানা এবং সুতাহাটা থানা যৌথ উদ্যোগে আজ ব্রজলাল চক গৌরাঙ্গ ধামে যারা এসেছিলেন তাদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হল। তার সাথে সাহু বাজারের ওই দোকান কে সিল করে দেওয়া হয়েছে ১৪ দিন বন্ধ থাকিবে।
0
previous post